দুই পরিবর্তন নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-09-01 19:03:35

কিছুতেই টস ভাগ্য সঙ্গে থাকছে না পাকিস্তানের। সোমবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও সেই একই দৃশ্যপট। ইংল্যান্ডের বিপক্ষেও মুদ্রা নিক্ষেপে হাসি নেই সরফরাজ আহমেদের মুখে। টস জিতে এউইন মরগান প্রথমে ব্যাট করতে পাঠালেন পাকিস্তানকেই।

এই ম্যাচের আগে টানা ১১ হারে বিপর্যস্ত ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভরাডুবি হয়েছে তাদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল অলআউট হয় মাত্র ১০৫ রানে। তাদের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নেয় ক্যারিবীয়রা।

অন্যদিকে অনায়াস জয়ে বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। স্বাগতিকরা প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ১০৪ রানের বড় ব্যবধানে।

সোমবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে লড়ছে ইংল্যান্ড-পাকিস্তান। ম্যাচে এক পরিবর্তন ইংলিশ দলে। লিয়াম প্লাঙ্কেটের জায়গায় আছেন মার্ক উড। পাকিস্তান দলে দুই পরিবর্তন। ইমাদ ওয়াসিম ও হারিস সোহেলের জায়গায় আছেন আসিফ আলি ও শোয়েব মালিক।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে রান উৎসব হবে। কারণ অতীত রেকর্ড তেমনই বলে। এই মাঠেই দুবার বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড। গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা গড়ে ৬ উইকেটে ৪৮১ রানের বিশ্বরেকর্ড। ২০১৬ সালে এই নটিংহ্যামেই পাকিস্তানের বিপক্ষে তিন উইকেটে ৪৪৪ রান তুলেছিল স্বাগতিকরা।

বিশ্বকাপে দুই দলের হেড টু হেড ফল সমানে সমান। ৯বারের লড়াইয়ে ইংল্যান্ড ও পাকিস্তান দুটি দলই জিতেছে ৪টি করে ম্যাচ। পরিত্যক্ত ১টি।

ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জনি বেয়ারেস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

পাকিস্তান একাদশ
ইমাম-উল হক, ফাখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলি এবং ওয়াহাব রিয়াজ।

এ সম্পর্কিত আরও খবর