মাঠে নেমেই নতুন উচ্চতায় অধিনায়ক মাশরাফি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-22 15:56:39

শুরু হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। রোববার ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেই মাশরাফি বিন মুর্তজা গড়লেন অনন্য রেকর্ড। টাইগারদের প্রথম অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপেও মাশরাফির নেতৃত্বে খেলতে নেমেছিল বাংলাদেশ।

শুধু নেতৃত্বেই নয় বোলিংয়েও আরেকটি মাইলফলকের সামনে মাশরাফি। অধিনায়ক হিসেবে ৭৭ ম্যাচে ৯৭ উইকেট নিয়েছেন তিনি। আর তিন উইকেট পেলেই নেতা মাশরাফির শত উইকেট হয়ে যাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই রোববার এই অভিজাত ক্লাবে নাম লেখাতে পারেন তিনি।

এই সাফল্যে এরইমধ্যে তিনি টপকে গেছেন ভারতের কপিল দেব, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি আর জিম্বাবুয়ের হিথ স্ট্রিককে। প্রোটিয়াদের বিপক্ষে একটি উইকেট পেলে টপকে যাবেন ওয়াকার ইউনিসকে। পাকিস্তানের সাবেক অধিনায়ক হিসেবে নিয়েছেন ৯৭ উইকেট।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১০০'র বেশি উইকেট রয়েছে তিন বোলারের। তারা হলেন পাকিস্তানের ওয়াসিম আকরাম। নেতৃত্বে থেকে নিয়েছেন ১৫৮ উইকেট। তারপরই দক্ষিণ আফ্রিকার শন পোলক (১৩৪)। পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক ইমরান খান আছেন তিন নম্বরে। তার শিকার ১৩১ উইকেট।

এ সম্পর্কিত আরও খবর