বিশ্বকাপ ২০১৯ তথ্য কণিকা

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-29 00:52:44

বিশ্বকাপের খুঁটিনাটি প্রসঙ্গ নিয়ে প্রশ্নের শেষ নেই! অজানা কতো কিছু। নিয়ম কানুন, ফরম্যাট, পয়েন্ট কিংবা বৃষ্টি নেমে ম্যাচ পরিত্যক্ত হলেই বা কি হবে? এমন একাধিক প্রশ্ন নিয়েই হয়তো বৃহস্পতিবার দেখতে বসেছেন ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট ২০১৯। আপনাদের কাজ সহজ করে দিতে পারে বার্তা২৪.কম-এর এ আয়োজন।

অজানা অনেক তথ্য অনেক প্রশ্নের উত্তর থাকছে প্রতিদিন। চলুন চোখ রাখি প্রথম পর্বে-

কখন খেলা দেখতে পারবেন?

সেমিফাইনাল ও ফাইনালসহ বেশিরভাগ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা (যুক্তরাজ্য সময় সাড়ে ১০টা/ভারতীয় সময় বেলা ৩টা)। গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা (যুক্তরাজ্য সময় দেড়টা/ভারতীয় সময় বিকেল ৬টা)। বেশির ভাগ দিন ম্যাচ হবে একটি। কিছু দিন আসরের উত্তেজনা ছড়িয়ে দিতে মুখোমুখি লড়াইয়ে নামবে দুটি দল।

সেমি-ফাইনালের দুটি ম্যাচ হবে ৯ ও ১০ জুলাই। ফাইনাল ম্যাচ দিয়ে ১২তম বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নামবে ১৪ জুলাই।

কোন ফরম্যাটে খেলা?

এবারের বিশ্বকাপ ক্রিকেট দুনিয়া জুড়ে উন্মাদনা ছড়াবে রাউন্ড-রবিন ফরম্যাটে। মানে লিগ পর্বে অংশগ্রহণকারী দশটি দল একে অন্যকে একবার করে মোকাবেলা করবে ক্রিকেট ময়দানে। এভাবে প্রতিটি দল খেলবে ৯টি ম্যাচ। সব মিলিয়ে ম্যাচ হবে ৪৫টি। গ্রুপ পর্বে বিজয়ী দল পাবে দুই পয়েন্ট। ম্যাচ টাই হলে বা ফল না আসলে বা ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট পাবে এক পয়েন্ট করে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল টিকিট পাবে শেষ চারের।

এ সম্পর্কিত আরও খবর