গ্যালারিতে দাপট থাকবে মেয়েদেরই

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-30 19:59:01

বিশ্বকাপের গ্যালারি উপচে উঠবে নারী দর্শকে। রঙিন গ্যালারি আরো প্রাণবন্ত হয়ে উঠবে ইংল্যান্ড বিশ্বকাপে। এরইমধ্যে টিকিট নিয়ে ভক্তদের উন্মাদনায় মুগ্ধ আয়োজকরা। নারী দর্শকদের আগ্রহটাও এবার বিস্ময়কর! আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এরইমধ্যে জানিয়ে দিয়েছে এক লাখেরও বেশি নারী বিশ্বকাপের টিকিট কিনেছেন।

৩০ মে শুরু মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচে ওভালে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২০ বছর পর ব্রিটেনে ফিরেছে ওয়ানডে বিশ্বকাপ। আগ্রহটা তো তুঙ্গেই থাকবে। আইসিসি জানিয়েছে- জমা পড়েছে ৩০ লাখেরও বেশি টিকিটের আবেদন। কিছু ম্যাচ নিয়ে আগ্রহ এতোটাই বেশি যে টিকিট পেতে আবেদন ৪ লাখ ছাড়িয়েছে।

আইসিসি-র চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন ও টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওয়ার্দি দর্শক আগ্রহে যারপনাই খুশি।

এলওয়ার্দি জানাচ্ছিলেন, ‘এবারের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে দর্শকদের আগ্রহ দেখে আমরা চমকে যাচ্ছি। বিস্ময়কর হলেও সত্য ১ লাখ ১০ হাজারেরও বেশি নারী এরইমধ্যে টিকিট কেটেছেন। এক লাখ টিকিট থাকছে অনূর্ধ্ব-১৬দের জন্য। এবারই প্রথম বিশ্বকাপ দেখতে মাঠে যাবেন লাখ খানেক দর্শক। পরের প্রজন্মের ক্রিকেট নিয়ে এই উন্মাদনা আমাদের মুগ্ধ করেছে।’

বাংলাদেশের ম্যাচ নিয়েও আগ্রহের শেষ নেই দর্শকদের। টাইগারদের মিশন শুরু ২ জুন। প্রথমেই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠেয় এই ম্যাচের সব টিকিটই বিক্রি শেষ! এমনিতে এই মাঠে গ্যালারির ধারণক্ষমতা ২৪ হাজার ৫০০ জন।

টিকিট নেই, প্রবাসী বাংলাদেশের মধ্যে এখন হাহাকার চলছে। টাইগারদের অন্য ম্যাচগুলোর টিকিটও ফুরিয়ে যাচ্ছে দ্রুত।

রাউন্ড রবিন ফরম্যাটে হচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ ২০১৯। দশটি দলই একে অপরের মুখোমুখি হচ্ছে। যেখানে প্রথম চার দল পেয়ে যাবে সেমি-ফাইনালের টিকিট। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা টাইগাররা এবার শেষ চারে চোখ রেখেই নামবে মাঠে!

এ সম্পর্কিত আরও খবর