লেভানদফস্কির জোড়া গোলে জার্মান কাপ বায়ার্নের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-01 21:40:59

ট্রফি জিতেই মৌসুম শেষ করেছে বায়ার্ন মিউনিখ। রবের্তো লেভানদফস্কি জোড়া গোলে লাইপজিগকে হারিয়ে দলটি জিতে নিয়েছে জার্মান কাপের শিরোপা। শনিবার বার্লিনে ফাইনালে ৩-০ গোলে জয় তুলে নেয় ফেভারিটরা। দলটির হয়ে আরেকটি গোল করেন কিংসলে কোমান।

বুন্দেস লিগার পর বায়ার্ন জিতে নিল জার্মান কাপ। দুই মৌসুম পর পেলো ঘরোয়া ফুটবলের ডাবল।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলার ২৮তম মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। ডেভিড আলাবার ক্রসে হেডে মাথা ছুঁইয়ে ব্যবধান গড়ে দেন লেভানদফস্কি। তবে দ্বিতীয় গোলটি পেতে অপেক্ষা করতে হয়েছে তাদের।

ম্যাচের ৭৮তম মিনিটে কোমানের গোলে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। তারপর ৮৫তম মিনিটে লেভানদফস্কির গোল জয় নিশ্চিত করে জার্মান চ্যাম্পিয়নদের। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ হওয়া মৌসুমে এটি তার ৪০ নম্বর গোল। এবারের বুন্দেস লিগায় তিনি করেন সর্বোচ্চ ২২ গোল।

লেভানদফস্কির দাপটে দল পেয়ে যায় রেকর্ড ১৯তম জার্মান কাপের শিরোপা।

এই ম্যাচ দিয়েই বায়ার্নের হয়ে অধ্যায় শেষ হলো ফরোয়ার্ড আরিয়েন রবেন ও উইঙ্গার ফ্র্যাঙ্ক রিবেরির। জার্মান জায়ান্টের জার্সিতে আর দেখা যাবে না এই দুই মহাতারকাকে!

এ সম্পর্কিত আরও খবর