পিচিচির পর এবার ইউরোপের সোনার জুতো মেসির

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-12 00:23:08

ক্লাব ফুটবল তিনি সর্বকালের সেরা একজন। প্রতি মৌসুমেই গোল উৎসবে মেতে উঠছেন লিওনেল মেসি। বাদ থাকেনি এবারও। সদ্য শেষ লড়াইয়েও বিস্ময় ফুটবল উপহার দিয়েছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন মহাতারকা। স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে জিতেছিলেন পিচিচি ট্রফি। এবার ইউরোপিয়ান গোল্ডেন শু পেলেন মেসি।

পিচিচি ও ইউরোপের সোনার জুতো দুটোই টানা তৃতীয়বারের মতো পেলেন বার্সার এই কিংবদন্তি।

ইউরোপিয়ান শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতার জন্য এই পুরস্কার চালু হয় ১৯৬৮ সালে। এরপর এই প্রথম কোন ফুটবলার টানা তিনবার পেলেন ইউরোপিয়ান গোল্ডেন শু। এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমেও পুরস্কারটি জেতেন ৩১ বছর বয়সী এই তারকা। সব মিলিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো সেরা হলেন মেসি।

এবার স্প্যানিশ লা লিগায় ৩৪ ম্যাচে মেসি করেন ৩৬ গোল করেন মেসি। সতীর্থদের তৈরি করে দেন ১৩টি গোলের উৎস।

এই লড়াই তিনি পেছনে ফেলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজির) কিলিয়ান এমবাপেকে। যিনি করেছেন ৩২ গোল। শুক্রবার লিগ ওয়ানে স্তাদ দে রাঁসের বিপক্ষে এমবাপে একটি গোলও করতে না পারায় রেকর্ডটা মেসিরই থাকল। অবশ্য রেকর্ড গড়তে ৫ গোল করতে হতো তাকে!

স্প্যানিশ মৌসুম শেষ। লিওনেল মেসির সামনে এবার কোপা আমেরিকা। আর্জেন্টিনার হয়ে আগামী মাসেই মাঠে নামবেন এই মহাতারকা। জাতীয় দলের হয়ে একটি বড় ট্রফি জিততে মরিয়া তিনি।

এ সম্পর্কিত আরও খবর