বিশ্বকাপ প্রাক বাছাইয়ে ২৩ সদস্যের বাংলাদেশ দল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-29 21:25:11

বিশ্বকাপ ফুটবল বাংলাদেশ দলের জন্য সোনার হরিণ। প্রতিবারই প্রাক-বাছাই পর্বেই শেষ লাল-সবুজের প্রতিনিধিদের স্বপ্ন। এবার কাতার ২০২২- ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের মিশন বাংলাদেশের সামনে। ৬ জুন এশিয়া অঞ্চলের প্রথম পর্বের ম্যাচে প্রতিপক্ষ লাওস। একই দলের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচ ঢাকায়, ১১ জুন।

বৃহস্পতিবার সকালে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে। ছুটি শেষে ফিরে বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে লাওসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম আছেন প্রাথমিক দল। তবে বাদ পড়েছেন শেখ রাসেলের মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা, ডিফেন্ডার তপু বর্মন ও মিডফিল্ডার ফাহাদ।

শুক্রবার এই দল নিয়ে থাইল্যান্ডে যাবে জেমি ডে। ১০ দিন ক্যাম্প চলবে সেখানে। স্থানীয় দুটি ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। এরপর ৩ জুন লাওস যাবে দল।

লাওসকে হারালেই বাছাই পর্বে টিকে থাকবে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের চেয়ে এগিয়ে লাওস (১৮৪)। বাংলাদেশ আছে ১৮৮ নম্বরে। দুই লেগ মিলিয়ে জিতলেই কাতার বিশ্বকাপের মূল বাছাইপর্বে খেলা নিশ্চিত করতে হবে জামাল ভূঁইয়াদের।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দল-
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো ও মাজহারুল ইসলাম হিমেল।
রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান, নাসিরউদ্দিন চৌধুরী।
মাঝমাঠ: ইমন মাহমুদ, সোহেল রানা, জামাল ভূঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম।
আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ ও আরিফুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর