ফের পথ হারাল মোহামেডান

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 18:13:46

জয় যেন সোনার হরিণ! কিছুতেই হাসিমুখে মাঠ ছাড়া হচ্ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ঘরোয়া ফুটবলের একসময়ের দাপুটে দলটি পথ হারিয়ে এখন রেলিগেশনের লড়াইয়ে! বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে একের পর এক ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলে বিপাকে সাদা-কালো শিবির।

সেই ধাক্কা সামলে আগের দুই ম্যাচে অবশ্য জয়ের দেখা পেয়েছিল মোহামেডন। বুধবারও মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়বে দলটি। খেলার প্রথমার্ধে যে ক্লাব ৩ গোলে এগিয়ে তারাই কীনা শেষ অব্দি জিততে পারল না! দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবলের পসরা সাজাল ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগ ম্যাচটি ৩-৩ ড্র।

এ অবস্থায় লিগ পয়েন্ট টেবিলেও বাজে অবস্থা মোহামেডানের। ১৫ ম্যাচে অর্জন মাত্র ১৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলে দলটি আছে দশম নম্বরে। ব্রাদার্সের অবস্থা আরো খারাপ। গোপীবাগের দলটির ১৪ ম্যাচে পয়েন্ট মাত্র ৯।

সবশেষ দুই ম্যাচে টিম বিজেএমসি ও আরামবাগ ক্রীড়া সংঘকে হারানোর স্বস্তি নিয়ে মাঠে নামে মোহামডেন। রেলিগেশনের লড়াইয়ে থাকা দলটি প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে এগিয়ে যায় ৩-০ গোলে। খেলার ২৩তম মিনিটে সুলেমানে দিয়াবাতের পাস থেকে বল পেয়ে ব্যবধান গড়ে দেন তকলিস আহমেদ।

৪২তম মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন ইউসুফ সিফাত। ৪৪ মিনিটে তার পা থেকে আরেকটি গোলে আনন্দে ভাসে সাদা-কালো শিবির। কিন্তু কে জানতো এরপরই এমন দুঃস্বপ্ন অপেক্ষায় আছে?

খেলার ৬৯তম মিনিটে মানাফ রাব্বী ব্যবধান কমান। এরপর ৮২তম মিনিটে শফিকুল ইসলামের গোলে প্রাণ ফিরে আসে ম্যাচে (২-৩)। ৮৮তম মিনিটে সেই রাব্বীর গোল দারুণ এক সমাপ্তি টানে ব্রাদার্স (৩-৩)।

বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের আরেক ম্যাচটিও ড্র হয়েছে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে আটকে (১-১) দেয় আরামবাগ ক্রীড়া সংঘ। চতুর্থ স্থানে থাকা সাইফের পয়েন্ট ১৫ ম্যাচে ৩০। ২০ পয়েন্ট নিয়ে এরপরই আছে আরামবাগ।

এ সম্পর্কিত আরও খবর