হাফডজন গোলে ত্রিমুকুট ম্যানসিটির

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-24 12:49:28

সব মিলিয়ে মনে রাখার মতো একটা মৌসুমই কাটাল ম্যানচেস্টার সিটি। আগেই জিতেছিল লিগ কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। শনিবার রাতে এফএ কাপটাও নিজেদের করে নিয়েছে পেপ গার্দিওলার দল। তারই পথ ধরে দলটি প্রথম ক্লাব হিসেবে এক মৌসুমে পেলো ইংলিশ ফুটবলের তিন শিরোপা। ত্রিমুকুট ম্যানসিটির।

এর আগে চেলসিকে টাইব্রেকারে হারিয়ে তারা জিতেছিল লিগ কাপ। গত সপ্তাহে সিটি ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৪-১ গোলে হারিয়ে পায় ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি। এবার ওয়াটফোর্ডকে হারিয়ে অনন্য উচ্চতায় উঠে গেল সিটিজেনরা।

শনিবার হেসে-খেলেই ইতিহাস গড়ল ম্যানসিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে গোল উৎসবের রাতে হ্যাটট্রিক করলেন রাহিম স্টার্লিং। আর ওয়াটফোর্ডকে ৬-০ গোলে হারাল সিটি। এটি তাদের ষষ্ঠ এফএ কাপের শিরোপা। ২০১০-১১ মৌসুমের পর ফের ধরা দিল ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের ট্রফি। একইসঙ্গে পেল ট্রেবল!

ম্যাচে রাহিম করেন তিন গোল। অন্য তিনটি করেন ডেভিড সিলভা, কেভিন ডি ব্রুইন ও গাব্রিয়েল জেসুস।

সব মিলিয়ে প্রতিপক্ষের জাল হাফডজন গোল বল পাঠিয়েছে সিটি। খেলার ২৬তম মিনিটে এগিয়ে যায় ইংলিশ চ্যাম্পিয়নরা। রাহিম স্টার্লিংয়ের হেড থেকে বল পেয়ে নিশানা খুঁজে নেন সিলভা। বিস্ময়কর হলেও সত্য দলের হয়ে ২৭ ম্যাচ পর গোল পেলেন তিনি।

ম্যাচের ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। গোলদাতা রাহিম স্টার্লিং। ৬১তম মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে জয় নিশ্চিত হয়ে যায় ম্যানসিটির। ৬৮তম মিনিটে জেসুসের গোলে আরো পিছিয়ে পড়ে ওয়াটফোর্ড।

তারপরের সময়টুকু ইংলিশ তারকা স্টার্লিংয়ের। ৮১ ও ৮৭তম মিনিটে ফের নিশানা খুঁজে নিয়ে হ্যাটট্রিক আনন্দে মেতে উঠেন তিনি। ক্লাব ম্যানসিটির মতো নিজেও দারুণ দাপটে শেষ করলেন এবারের ইংলিশ ফুটবল মৌসুম!

এ সম্পর্কিত আরও খবর