আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ হকি ফেডারেশনের

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-30 14:37:01

দ্বায়িত্ব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন মমিনুল হক সাঈদ। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক দিন কয়েক আগেই শুরু করেছেন নারী খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্প। ভিশন ২০২৬ সামনে রেখে পথচলা শুরু হলো মেয়েদের হকির। এবার আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে হকি ফেডারেশন।

হকিতে নতুন দিগন্ত সূচনার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছে তার বাঁচাও হকি প্যানেল। এ কারণে দ্বায়িত্ব পেয়েই কাজে নেমে পড়েছেন মমিনুল হক সাঈদ।

এ অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসর ছাড়াও বয়সভিত্তিক এশিয়া কাপ ও বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা তৈয়ব ইকরামের কাছে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ হকি ফেডারেশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএইচএফ-এর প্রধান কার্যালয়ে তৈয়ব ইকরামের সঙ্গে কথা বলেন মমিনুল হক সাঈদ।

রাজনৈতিক উত্তাপের কারণে অনেক দিন ধরেই বন্ধ ভারত-পাকিস্তানের ক্রীড়া সম্পর্ক। এনিয়েও এশিয়ান হকি ফেডারেশন কর্তার সঙ্গে কথা বলেন সাঈদ। জানান, নিরপেক্ষ ভেন্যু হিসাবে ভারত-পাকিস্তানের ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ।

একইসঙ্গে রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের একাংশে ইনডোর হকি ট্রেনিং গ্রাউন্ড স্থাপন করতে চায় ফেডারেশন। এনিয়ে এফআইএইচ-এর সহযোগিতায় চেয়েছেন তিনি। প্রতিটি বিষয়েই হকি ফেডারেশনকে সহায়তার আশ্বাস দিয়েছে এশিয়ান হকির সর্বোচ্চ সংস্থা।

এ সম্পর্কিত আরও খবর