রিয়াল হারলেও দুর্দান্ত জয় বার্সার

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 13:51:30

স্প্যানিশ প্রিমেরা লিগায় কিছুতেই ছন্দের দেখা পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। এক ম্যাচে দাপুটে জয় তো আরেক ম্যাচে বাজে হার! রোববার রাতে ফের পথ হারাল সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। এবার রিয়াল সোসিয়েদাদের মাঠে হার দেখল জিনেদিন জিদানের দল। স্প্যানিশ লা লিগায় ১-৩ গোলে হেরেছে রিয়াল।

তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হারের ধাক্কা সামলে উঠেছে বার্সেলোনা। আগেই লিগ শিরোপা নিশ্চিত করা দলটি গেতাফেকে হারিয়েছে অনায়াসে। ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে তারা তুলে নেয় ২-০ গোলের জয়।

শেষ দিকে এসে দুই হারের দেখা পায় বার্সা। লিগে টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর পথ হারানো দলটি বড় ধাক্কা খেয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ফিরতি লেগে লিভারপুলের মাঠে ০-৪ গোলের লজ্জায় ডুবেন লিওনেল মেসিরা।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে সম্মানজনক আসর থেকে বিদায়ের পর মাঠে নেমেই জয় পেয়েছে বার্সা। গেতাফের বিপক্ষে জয় দিয়ে কিছুটা হলেও যেন স্বস্তি ফিরেছে। এদিন ম্যাচের ৩৯তম মিনিটে এসে গোল পায় দলটি। মেসির ফ্রি-কিকে দারুণ হেড ছিল জেরার্ড পিকের। যদিও তা আটকে দেন গোলরক্ষক। ফিরতি বলে দারুণ ফিনিশিং আর্তুরো ভিদালের। 

খেলার ৮৯তম মিনিটে গেতাফের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় বার্সেলোনার। এই জয়ে ৩৭ ম্যাচে লা লিগা চ্যাম্পিয়নদের অর্জন ৮৬ পয়েন্ট।

কিন্তু প্রতিপক্ষের মাঠে রিয়ালকে রোববার খুঁজে পাওয়া গেল না। জিনেদিন জিদানের দল খেলেছে ছন্নছাড়া ফুটবল। তবে ম্যাচের শুরুতে প্রথম গোলটি করেছিল তারাই। গোলদাতা ব্রাহিম দিয়াজ। এরপর ২৬তম মিনিটে সোসিয়েদাদকে সমতায় ফেরান মিকেল মেরিনো।

ম্যাচের ৩৮তম মিনিটে জোসের শট ভায়েহো হাত দিয়ে বল আটকে দেখেন লালকার্ড। ১০ জনের দল হয়ে যায় রিয়াল। পেনাল্টি পায় সোসিয়েদাদ। সেই শট অবশ্য আটকে দেন রিয়ালের থিবো কোর্তোয়া। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৫৭তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। গোলদাতা ইয়োসেবা সালদুয়া।

৬৭তম মিনিটে রিয়াল হজম করে আরেকটি গোল। এবার নিশানা খুঁজে নেন আন্দের বাররেনেচেয়া। এনিয়ে লা লিগায় ১১ নম্বর হার দেখল রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্নাব্যুর ক্লাবটি। আতলেতিকো মাদ্রিদ ৭৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

এদিকে সিরি এ-তে টানা দুই ড্রয়ের পর এবার হার দেখেছে জুভেন্টাস। রোববার রাতে এএস রোমার বিপক্ষে ০-২ গোলে হেরেছে টানা আটবারের চ্যাম্পিয়নরা।

এ সম্পর্কিত আরও খবর