কোচ চাচ্ছেন তাসকিনকে তাই বিশ্বকাপ থেকে রাহী বাদ পড়ছেন!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-16 12:53:49

হঠাৎ খবর। বাংলাদেশের বিশ্বকাপ দলে বদল হচ্ছে। ১৫ জনের দলে সুযোগ পাচ্ছেন তাসকিন আহমেদ। একজন সুযোগ পেলে তো দলের একজন বাদ যাবেন।

-তা বাদ যাচ্ছেন কে?

বাদ পড়তে যাচ্ছেন আবু জায়েদ রাহী! আপাতত এই সমীকরণের পথেই হাঁটছে বিসিবি। সিদ্ধান্ত চুড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে নাম পাঠানো বাকি।

-কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলো বিসিবি? এই প্রশ্নের উত্তর দিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার বিকেলে তার গুলশানের বাসায় সাংবাদিকদের জানান-‘কোচ চেয়েছেন বলেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে!’

বিসিবি বস বলেন-‘কোচ আমাদের জানিয়েছেন দলের পেস বোলিংয়ের একটা বৈচিত্র্য দরকার। মাশরাফি, রুবেল, সাইফুদ্দিন মুস্তাফিজসহ বিশ্বকাপ দলে যারা আছে তাদের বোলিংয়ের ধাঁচ প্রায় একই রকমের। তাসকিনের মধ্যে কিছুটা বৈচিত্র আছে। একটু ভিন্ন। দীর্ঘকায় বোলার। গতি বাকিদের চেয়ে অনেক বেশি। এমন বোলার ইংলিশ কন্ডিশনে দলের জন্য বেশ কার্যকর হবে। তাই তাসকিনকে দলে নেয়ার জন্য কোচের পক্ষ থেকে একটা অনুরোধ আছে।’

তাহলে বিষয় কি দাড়ালো, কোচের ইচ্ছেয় বিশ্বকাপ দলে বদল আনতে যাচ্ছে বিসিবি।

তাসকিনকে বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা দিতে হলে দলের কোনো একজনকে তো বাদ পড়তে হবে। সেক্ষেত্রে আবু জায়েদ রাহী ছাড়া আর ভিন্ন কোনো অপশনও নেই।

এখন প্রশ্ন হলো তাসকিনকে যদি এভাবে জায়গা দিতেই হয়, তাহলে বিশ্বকাপ দলে আবু জায়েদ রাহীকে কেন দলে নেয়া হয়েছিলো? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আবু জায়েদ রাহী তো এখন পর্যন্ত আয়ারল্যান্ড সফরে কোনো ম্যাচেও খেলেননি। জাতীয় দলে তিনি জায়গা পেলেন, তাও আবার বিশ্বকাপের মতো স্কোয়াডে। অথচ সেই তিনি কোনো ম্যাচে খেলার সুযোগ পাওয়ার আগেই শুনছেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার খবর!

এই প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যাখা এমন-‘রাহীকে যখন দলে নেয়া হয়েছিলো তখন তো তাসকিন ইনজুরিতে ছিলো। ফিট ছিলো না। তাসকিন তখন ইনজুরিতে ছিল বলেই বিশ্বকাপের ১৫ সদস্যের দলে আবু জায়েদ রাহীকে নেয়া হয়েছিলো। এখন যেহেতু তাসকিন ফিট এবং কোচ তাকে চেয়েছেন তাই আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। আরেকটি কথা হলো দলে কারো জায়গা নিশ্চিত নয়।’

এ সম্পর্কিত আরও খবর