রোনালদোর চোখে নেইমার ‘ছোট বাচ্চা’

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-10 01:59:18

নেইমারের শাস্তিটা কিছুতেই মেনে নিতে পারছে না তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শাস্তির বিরুদ্ধে আপিলের কথা ঘোষণা দিয়েছে লিগ ওয়ানের ক্লাবটি। মেজাজ হারিয়ে এক সমর্থককে ঘুষি মারতে গিয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এই মহাতারকা। সঙ্গে দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা!

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) এই শাস্তির পর রাগে ফুঁসছেন পিএসজির কর্তারা। কারণ ফরাসি কাপের ফাইনালে রেনের কাছে হারের পর যৌক্তিক কারণেই নাকি মাথা গরম হয়েছিল নেইমারের। অনেক বাধ্য হয়েই পুরস্কার প্রদান পর্বের ঠিক আগে এক সমর্থককে ঘুষি মারতে যান তিনি।

সোমবারের পর থেকেই শাস্তি কার্যকর হবে নেইমার। লিগের শেষ দুটি ম্যাচ খেলতে পারবেন না পিএসজির এই তারকা। একইসঙ্গে আসছে মৌসুমের প্রথম ম্যাচটিও মিস করবেন তিনি। ফরাসি ফুটবল ফেডারেশনের এই শাস্তিকে পিএসজি বলছে ‘নিষ্ঠুরতম’।

দুঃসময়ে থাকা নেইমারও এমন শাস্তি মেনে নিতে পারছেন না। এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির এই তারকা রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়েছিলেন। ইন্সটাগ্রামে বেফাঁস মন্তব্য করে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। এরমধ্যে যোগ হয়েছে নতুন শাস্তি।

দুঃসময়ে ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান মহাতারকা পাশে পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। জুভেন্টাসের পর্তুগিজ ফুটবলার জানাচ্ছিলেন, ‘দেখুন, ফুটবলে এসব কিছু থাকবেই। নেইমার আমার চোখে ছোট বাচ্চা ছেলের মতো। কিন্তু অসম্ভব বুদ্ধিমান ও। অসাধারণ এক প্রতিভা। এখন দরকার ধারাবাহিকতা দেখিয়ে ওর আবার নিজের জায়গাটা পোক্ত করার। সবাই জানে নেইমার দুই বাজে চোট পেয়েছে। এই চোট নিয়েও দেখছি অনেকে ওর সমালোচনা করছে। এমন সমালোচনা খুবই অন্যায়। ওর প্রতি পুরো আস্থা রয়েছে আমার।’

বলা হচ্ছে রোনালদোরই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন নেইমার। গুঞ্জনটা সিআর-সেভেনের কান অব্দিও গেছে। ফিফার সাবেক বর্ষসেরা অবশ্য এনিয়ে তেমন কিছু বলতে পারলেন না, ‘বিশ্বাস করুন-এটা নিয়ে সত্যিই আমি কিছু জানি না। আমি জানবোই বা কী করে। যদিও অনেক দিন থেকেই এই বিষয়টা নিয়ে নানা ধরনের কথা হচ্ছে।’

তবে নেইমারের দিকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল হাত বাড়াতে পারে বলেই মনে করেন রোনালদো। এই মহাতারকা জানাচ্ছিলেন, ‘নেইমার অবিশ্বাস্য প্রতিভাবান এক ফুটবলার। যে কোনও ক্লাবই তাকে পেতে চাইবে। যদিও এখন ও ক্লাব বদলাবে বলে মনে হচ্ছে না আমার।’

আরো পড়ুন-

অল্পতেই রক্ষা নেইমারের!

মেজাজ হারিয়ে ঘুষি মারতে গেলেন নেইমার!

এ সম্পর্কিত আরও খবর