১৪৮ রান করলেই চেন্নাই ফাইনালে

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 06:59:31

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সবসময় রান তাড়া পছন্দ করেন। এই ম্যাচেও সেই পথেই হাঁটলেন  চেন্নাই সুপার কিংস অধিনায়ক। টসে হেরে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস অবশ্য তাদের মারকুটো ব্যাটিংয়ের কারিশমা এই এলিমেনেটারিতে দেখাতে পারলো না। ২০ ওভারে ৯ উইকেটে থামলো তাদের ইনিংস ১৪৭ রানে। বিশাখাপট্টমের উইকেটে এই রানকে খুব বড় বলার উপায় নেই।

প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে খেলার স্বপ্ন কি পুরো করতে পারবে দিল্লি ক্যাপিটালস? স্বপ্ন পুরো করার দায়িত্ব এখন দলের বোলারদের ওপর।

দিল্লির ইনিংসের শুরুটা খুব একটা ভালো কিছু হয়নি। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারায়। মিডলঅর্ডারে যথারীতি এই ম্যাচেও প্রায় শেষ পর্যন্ত লড়াই করে যান উইকেটকিপার রিসাভ পান্থ। দলের ১৪৭ রানের মধ্যে ২৫ বলে পান্থের ৩৮ রানই সর্বোচ্চ। শেষ ওভারে ১৬ রান যোগ হওয়া দিল্লির স্কোর দেড়শ রানের কাছাকাছি পৌঁছায়।

শার্দুল ঠাকুর ছাড়া চেন্নাই সুপার কিংসের বাকি পাঁচ বোলারের সবাই উইকেট পান। হরভজন সিং ৩১ রানে ২ উইকেট শিকার করেন। রবিন্দু জাদেজা ২টি উইকেট তুলে নেন। ইমরান তাহির ৪ ওভারে মাত্র ২৮ রানে ১ উইকেট পান। তবে বোলিং কৃতিত্বে বাকি সবাইকে ছাড়িয়ে যান ডোয়াইন ব্রাভো। ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট পান ব্রাভো।

সংক্ষিপ্ত স্কোর: দিল্লি ক্যাপিটালস: ১৪৭/৯ (২০ ওভারে, পান্থ ৩৮, মরনো ২৭, আয়ার ১৩, রদারফোর্ড ১০, ব্রাভো ২/১৯, জাদেজা ২/২৩, হরভজন ২/৩১, তাহির ১/২৮)।

এ সম্পর্কিত আরও খবর