হাঁটুর চোটে কোপা শেষ সুয়ারেসের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 00:53:17

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে বিদায়ের দুঃস্বপ্ন না কাটতেই ফের দুঃসংবাদ বার্সেলোনার। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম সেরা তারকা লুইস সুয়ারেস। চলতি মৌসুমে দুর্দান্ত খেলা এই স্ট্রাইকার খেলতে পারছেন না কোপা দেল রের ফাইনাল। ২৫ মে সেভিয়ার মাঠে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সা। যেখানে দর্শক হিসেবেই থাকতে হচ্ছে সুয়ারেসকে।

লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচেই চোটে পড়েন তিনি। হাঁটুর ব্যথায় কাবু এই ফরোয়ার্ডের বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষা হয়েছে। এরপরই জানা গেছে সহসা ফেরা হচ্ছে না মাঠে। পুরোপুরি সুস্থ অস্ত্রোপচার করাতে হবে। এর অর্থ মৌসুম শেষ সুয়ারেসের।

লিভারপুলের বিপক্ষে ০-৪ গোলে হারা ম্যাচের ৯০ মিনিটই মাঠে ছিলেন সুয়ারেস। তখন অবশ্য বুঝতে পারেন নি হাঁটুর ইনজুরিতে পড়েছেন তিনি। এখন ডান হাঁটুর অপারেশন করাতেই হচ্ছে উরুগুয়ের এই মহাতারকাকে।

জানা গেছে, পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে ছয় সপ্তাহ লাগবে সুয়ারেসের। আসছে মৌসুমের আগেই অস্ত্রোপচার করাবেন তিনি।

এ মৌসুমে দুর্দান্ত খেলা সুয়ারেসকে হারানো বার্সার জন্য সত্যিকার অর্থেই দুঃসংবাদ! এবার ২৯ ম্যাচে ২৫ গোল করেছেন তিনি। স্প্যানিশ লা লিগার পর কোপা দেল রেতেও দলের অন্যতম ভরসা ছিলেন সুয়ারেস।

এ সম্পর্কিত আরও খবর