ইউরোপাতেও অল ইংল্যান্ড ফাইনাল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-27 21:34:54

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো ইউরোপাতেও অল ইংল্যান্ড ফাইনাল। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সারির এই টুর্নামেন্টে শিরোপার জন্য লড়বে প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট চেলসি ও আর্সেনাল। বৃহস্পতিবার আইনট্রাখটকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে চেলসি। আরেক সেমি-ফাইনালে ভ্যালেন্সিয়াকে চমকে দিয়ে শিরোপা লড়াইয়ে আর্সেনাল।

বেশ জমে উঠেছিল চেলসি আর আইনট্রাখটকের লড়াই। প্রথম লেগের পর দ্বিতীয় লেগ ম্যাচটিও ১-১ গোলে ড্র। শেষ অব্দি খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানেই বাজিমাত অলব্লুজদের। ৪-৩ গোলের জয়ে ফাইনালে পা রাখে চেলসি।

বৃহস্পতিবার রাতে আরেক সেমি-ফাইনালে ভালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের আর্সেনালকে এনে দেন স্বস্তির জয়। ফিরতি পর্বে ৪-২ গোলে জিতে তারা। আর দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট পেল গানাররা। এর আগে নিজেদের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে জিতে মাঠ ছাড়ে তারা।

ইউরোপিয়ান ফুটবলে এবার বিস্ময়কর ঘটনাই ঘটল। ১৯৭২ সালের পর এবারই প্রথম ক্লাব ফুটবলে ইউরোপের শীর্ষ দুই প্রতিযোগিতাতেই ‘অল ইংলিশ’ ফাইনাল দেখা যাবে। ১ জুন মাদ্রিদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লড়বে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। বার্সেলোনাকে দ্বিতীয় লেগে উড়িয়ে ফাইনালের টিকিট পেয়েছে লিভারপুল। আর আয়াক্সের স্বপ্ন ভেঙে শিরোপা লড়াইয়ে পা রেখেছে টটেনহ্যাম।

আর ২৯ মে আজারবাইজানের বাকুতে ইউরোপা লিগের ফাইনালে চেলসির প্রতিপক্ষ আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল।

ইউরোপিয়ান ফুটবলে এবার বিস্ময়কর ঘটনাই ঘটল। ১৯৭২ সালের পর এবারই প্রথম ক্লাব ফুটবলে ইউরোপের শীর্ষ দুই প্রতিযোগিতাতেই ‘অল ইংলিশ’ ফাইনাল দেখা যাবে। ১ জুন মাদ্রিদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লড়বে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। বার্সেলোনাকে দ্বিতীয় লেগে উড়িয়ে ফাইনালের টিকিট পেয়েছে লিভারপুল। আর আয়াক্সের স্বপ্ন ভেঙে শিরোপা লড়াইয়ে পা রেখেছে টটেনহ্যাম।

আর ২৯ মে আজারবাইজানের বাকুতে ইউরোপা লিগের ফাইনালে চেলসিের প্রতিপক্ষ আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল।

স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের মাঠে খেলার ২৮তম মিনিটে লিড নেয় চেলসি। ইডেন হ্যাজার্ডের পাসে নিশানা খুঁজে নেন রুবেন লোফ্টাস-চিক (১-০)। তবে দ্বিতীয়ার্ধে আইনট্রাখটক ফ্রাঙ্কফুর্টকে ম্যাচে ফেরান লুকা ইয়োভিচ। শেষ অব্দি দুই লেগ মিলে স্কোর ২-২! অতিরিক্ত সময়েও গোলের দেখা মেলেনি। তারপর টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় চেলসি।

অন্যদিকে প্রথম লেগে জিতে এগিয়ে থেকে মাঠে নেমেছিল আর্সেনাল। দ্বিতীয় লেগে অবশ্য শুরুতে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাব ভালেন্সিয়া। কেভিন গামেইরোর গোলে এগিয়ে যায় তারা। কিন্তু এরপরের সময়টুকু আউবামেয়াংয়ের। দুর্দান্ত ফুটবলের পসরা সাজিয়ে হ্যাটট্রিক আদায় করে নেন তিনি। ফর্মে থাকা গ্যাবনের এই তারকার এ মৌসুমে এটি ২৯ নম্বর গোল।

এ সম্পর্কিত আরও খবর