দিয়াসের জোড়া গোল, জয়ে ফিরল রিয়াল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 12:02:45

স্প্যানিশ লা লিগার উত্তেজনা শেষ হয়েছে আগেই। চার ম্যাচ বাকী থাকতেই শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদের আয়েশি হওয়ার সুযোগ নেই। সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে জয় চাইছে সান্টিয়াগো বার্নাব্যুর দলটি। কিন্তু গত দুই ম্যাচেই হোঁচট খেয়েছে তারা। অবশেষে সেই ধাক্কা সামলে নিয়েছে ফেভারিটরা। রোববার ভিলারিয়ালকে হারিয়েছে রিয়াল।

জয়ের নায়ক মারিয়ানো দিয়াস। যিনি একাই করেছেন জোড়া গোল। সান্টিয়াগো বার্নাব্যুতে নিজেদের মাঠে ৩-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

খেলার দ্বিতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল জিনেদিন জিদানের দল। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগে দলকে এগিয়ে দেন দিয়াস। এরপর অবশ্য একাদশ মিনিটে সমতা ফেরায় ভিয়ারিয়াল। নিশানা খুঁজে নেন জেরার্দ মোরেনো (১-১)।

এরপরই ফের এগিয়ে যেতে পারতো রিয়াল। কিন্তু দানি কারভাহালের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে! তবে ৪০তম মিনিটে ঠিক এগিয়ে যায় স্বাগতিকরা। মার্সেলোর পাস থেকে বল পেয়ে গোল করেন জেসুস ভায়েহো।

৪৯ মিনিটে রিয়াল ব্যবধানটা আরো বাড়িয়ে নেয়। নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন মারিয়ানো দিয়াস। এরপরও আক্রমণাত্মক খেলা যায় রিয়াল। কিন্তু উল্টো আরেক গোল হজম করে তারা। ভিলারিয়ালের হয়ে গোলটি করেন ইয়াওমে কস্তা।

এ অবস্থায় ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার অর্জন ৮৩ পয়েন্ট। আতলেতিকো মাদ্রিদ ৭৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

এ সম্পর্কিত আরও খবর