২৩ ম্যাচ পর হার দেখল ‘অচেনা’ বার্সা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 05:50:32

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে হোঁচট খেয়েছে বার্সেলোনা। সেরা তারকাদের বিশ্রামে রেখে খেলতে নেমে সেল্টা ভিগোর কাছে হার মেনেছে কাতালান ক্লাবটি। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে স্প্যানিশ লা লিগার ম্যাচে ০-২ গোলে হেরে গেছে বার্সা। অবশ্য আগেই শিরোপা নিশ্চিত করেছে দলটি।

তবে এই হারে অজেয় বার্সেলোনা তার আধিপত্যটা হারাল। লা লিগায় টানা ২৩ ম্যাচ অপরাজিত ছিল দলটি। গত নভেম্বরে রিয়াল বেটিসের কাছে হারের (৪-৩) পর ছন্দ ধরে রেখে এগিয়ে গেছেন লিওনেল মেসিরা। কিন্তু এবার হার দেখল এরনেস্তো ভালভেরদের দল।

ম্যাচে অবশ্য সেরা তারকাদের মাঠের বাইরে রাখেন কোচ। প্রায় অচেনা একটা একাদশ মাঠে নামান তিনি। কারণটাও সংগত। লা লিগা ট্রফি জেতা হয়েছে আগেই। তারওপর মঙ্গলবার রাতেই চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। লিভারপুলের বিপক্ষে সেই ম্যাচের আগে ঝুঁকি নেয়নি ফেভারিটরা।

চেনা মুখ লিওনেল মেসি, আর্তুরো ভিদাল, ফিলিপে কৌতিনিয়ো, জেরার্ড পিকে, লুইস সুয়ারেসসহ নিয়মিত একাদশের আট জনকে বিশ্রাম দেন কোচ ভালভেরদের। একইসঙ্গে হ্যামস্ট্রিং কাটিয়ে মাঠে ফেরা উসমান দেম্বেলে ফের পড়েন ইনজুরিতে। খেলা পঞ্চম মিনিটে মাঠ ছাড়েন তিনি।

এমন অচেনা বার্সাকে হারিয়েছে দিয়েছে সেল্টা ভিগো। তবে দুটি গোলই তারা পেয়েছে দ্বিতীয়ার্ধে।

খেলার ৬৭তম মিনিটে এগিয়ে যায় দলটি। গোলদাতা মাক্সি গোমেস। এরপর ৮৮তম মিনিটে বার্সার ডিফেন্ডার সামুয়েল উমতিতির হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ইয়াগো আসপাস।

এবার লা লিগায় এটি বার্সেলোনার তৃতীয় হার। ৩৬ ম্যাচে তাদের অর্জন ৮৩ পয়েন্ট। ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ৬৫ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে।

এ সম্পর্কিত আরও খবর