বিদায় বলতেই হচ্ছে ক্যাসিয়াসকে!

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 22:56:46

জীবন বাঁচানো বলে কথা! ফুটবল মাঠে হয়তো আর ফেরা হচ্ছেই না ইকার ক্যাসিয়াসের। স্পেনের বিশ্বকাপজয়ী গোলকিপারকে বিদায় বলতেই হচ্ছে! সুস্থ হয়ে ফের মাঠে ফেরার পরিকল্পনা ছিল তার। কিন্তু কিংবদন্তি এই গোলকিপারকে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা।

গত বুধবার পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে অনুশীলনে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় ক্যাসিয়াসের। মাঠ থেকেই চটজলদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এ অবস্থায় ৩৭ বছর বয়সী স্বাভাবিক জীবনে ফিরতে পারলেও খেলতে পারবেন কীনা এনিয়ে শঙ্কা থাকছেই।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, ঝুঁকি নিয়েই ফিরতে হবে ক্যাসিয়াসের। মাঠে ফিরলে ফের হার্ট অ্যাটাক হতে পারে। তখন জীবন বাঁচানোটাই কঠিন হয়ে যাবে!

স্পেনের নামী স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ হুয়ান আন্তোনিও কোরবালান শুক্রবার জানিয়েছেন, ‘দেখুন হৃৎপিণ্ডে ছোট টিউব নিয়ে ফুটবল খেলা যায় না। আর গোলরক্ষকের জন্য তো সেটা আরো কঠিন। ইকার হয়তো সাধারণ জীবনে ফিরতে পারবে। কিন্তু ও ফের পেশাদার ফুটবলে খেলতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার।’

যদিও হার্ট অ্যাটাকের প্রাথমিক ধাক্কা সামলে টুইটারে ‘থাম্বস আপ’ দেখিয়ে ছবি পোস্ট করেছিলেন ক্যাসিয়াস। যেখানে লিখেছেন, ‘সবকিছু নিয়ন্ত্রণে আছে।’

তার ক্লাব পোর্তোর ডাক্তার নেলসন পুলগাও আশা দেখছেন না। ক্যাসিয়াস ফুটবলে ফিরতে পারবেন কীনা এনিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। যদিও কার্ডিওলজিস্ট ভাস্কো দ্য গামা জানাচ্ছিলেন, ‘ক্যাসিয়াস ফুটবলে ফিরতে পারবেন। কারণ ওর সমস্যা ৯০ মিনিটের মধ্যে সমাধান করা হয়েছে।’

অবশ্য এটাও মানতে হবে বয়স হয়েছে ক্যাসিয়াসের। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে তিনি। যিনি স্পেনের হয়ে বিশ্বকাপ ও দুটি ইউরোজয়ী ফুটবলার। ৩৭ বছর বয়সী ক্যাসিয়াস রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের প্রায় পুরোটাই কাটিয়েছেন। বয়সভিত্তিক ও মূল দল মিলিয়ে খেলেন ২৫ বছর। সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটির হয়ে জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি লা লিগা। ২০১৫ সালে শেষ হয় তার রিয়াল মাদ্রিদ অধ্যায়।

এরপরই নাম লেখান পর্তুগিজ ক্লাব পোর্তোতে। গত মৌসুমে দলটির হয়ে জিতেছেন প্রিমেরা লিগা।

এ সম্পর্কিত আরও খবর