উৎসবের অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 14:20:36

নারী ফুটবলারদের এগিয়ে চলার গল্পটাই লেখা হচ্ছে গত কয়েক ধরেই! জয়টাকে অভ্যাস বানিয়ে ফেলেছে গোলাম রব্বানী ছোটনের দল। তারই পথ ধরে অনেক অর্জন যোগ হয়েছে নামের পাশে। এবার দেশের মাঠে, চেনা দর্শকদের আনন্দে মাতানোর পালা। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনালে শুক্রবার সন্ধ্যায় লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই লড়াইয়ে আগে অতীত সাফল্যে চোখ রেখেই বিশ্লেষকদের রায়-ফেভারিট হয়েই শিরোপা লড়াইয়ে নামছে বাংলাদেশ। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ফুটবলের প্রথম আসরে শিরোপায় চোখ লাল-সবুজের প্রতিনিধিদের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে টুর্নামেন্টের এই দুই অপরাজিত দল।

তবে বাংলাদেশের জন্য লড়াইটা সহজ হবে না। কারণ পুরো টুর্নামেন্টে আক্রমণাত্মক খেলে গেছে লাওস। গ্রুপ পর্বে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারিয়ে শুরু। তারপর দলটি তাজিকিস্তানের বিপক্ষে পায় ৬-০ গোলের জয়। সেমি-ফাইনালে কিরগিজস্তানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে লাওস।

উল্টোদিকে তিন ম্যাচেই গোল মিসের মহড়া দিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ গোলের জয়ে শুরু। এরপর কিরগিজস্তানকে ২-১ গোলে হারায়। সেমিতে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে এবার শিরোপা লড়াইয়ে বাংলাদেশ।

অবশ্য ফাইনালে আটঘাট বেধেই নামছে স্বাগতিকরা। এবার অবশ্য রক্ষণভাগের ফুটবলার শিউলি আজিম-আঁখি খাতুন-শামসুন্নাহার-নার্গিস খাতুনদেরও পরীক্ষা দিতে হবে। অবশ্য কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়ে রাখলেন, ‘প্রথম তিন ম্যাচে আমাদের ডিফেন্ডারদের তেমন পরীক্ষা দিতে হয়নি। ফাইনালে ওদের আসল পরীক্ষা হবে। আমরা দেখেছি লাওসের আক্রমণভাগ খুবই শক্তিশালী। এবার তাদের আটকাতে হবে।’

এই ম্যাচে দল পাচ্ছে দুই তারকা ফুটবলার সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী সরকারকে। চোট কাটিয়ে মাঠে ফিরেছেন কৃষ্ণা। সঙ্গে প্রস্তুত মনিকা চাকমা ও মারিয়া মান্ডারাও। ছোটন বলেন, ‘স্বপ্না এখনো ফিটনেস ফিরে পায়নি। ও ফাইনালে খেলবে না। তবে কৃষ্ণা প্রস্তুত। মনিকা ও মারিয়া ফাইনালে যদি একসঙ্গে জ্বলে ওঠে, তাহলে দল জয় আমাদের হবেই। শিরোপা জিতে বঙ্গমাতা ফুটবলের প্রথম আসরটিকে স্মরণীয় করে রাখতে চাই।’

অধিনায়ক মিশরাত জাহান মৌসুমীও শিরোপায় চোখ রাখছেন। নির্ভার এই ফুটবলার বৃহস্পতিবার বলেন, ‘নিজেদের মাঠে আমরা আগেও বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলেছি। কোনো চাপ নেই আমাদের। শিরোপা দেশে রাখতেই লড়কে যাবো।’

অবশ্য কথার লড়াইয়ে কম যাচ্ছে না লাওসও। দলের কোচ ভনমিসে সৌবৌয়াখামের জানালেন,‘ফাইনালের জন্য দল শতভাগেরও বেশি প্রস্তুত। ফাইনালেও একইভাবে আক্রমণাত্মক খেলতে চাই। তবে যে কোন আসরে স্বাগতিকদের বিপক্ষে খেলা কঠিন। মেয়েদের এএফসি ও অনান্য প্রতিযোগিতায় স্বাগতিকদের বিপক্ষে খেলার এবং জেতার অভিজ্ঞতা রয়েছে আমাদের।’

এ সম্পর্কিত আরও খবর