ভারতে ত্রিদেশীয় হুইলচেয়ার ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 19:46:29

ভারতের মাঠ থেকে ত্রিদেশীয় হুইলচেয়ার টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজের ট্রফি জিতল বাংলাদেশ। শারীরিক প্রতিবন্ধকতা উড়িয়ে দুর্দান্ত ক্রিকেটের পসরা সাজাল লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার কলকাতার এনডিকেএ স্টেডিয়ামে উত্তেজনা ছড়ানো ফাইনালে ভারতকে ৪ রানে হারায় অতিথিরা।

ভারত, বাংলাদেশ ও নেপালকে নিয়ে এই ক্রিকেট সিরিজের আয়োজন করে ভারতের প্যারা স্পোর্টস ফাউন্ডেশন। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ‘ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের উদ্যোগে গড়া হয় বাংলাদেশের হুইলচেয়ার ক্রিকেট দল।

ফাইনাল টস জেতে প্রথমে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতের হুইলচেয়ার ক্রিকেট দল। দারুণ শুরুর পর শেষটা ভাল না হওয়ায় বড় সংগ্রহ গড়া হয়নি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দল তুলে ১৩৮ রান। অথচ দুই ওপেনার আশরাফুল ও শফিক গড়েন ৫২ রানের জুটি। ২২ বলে ৩৪ রান করে ফেরেন শফিক। ৪৭ রান করেন আশরাফুল।

কিন্তু দলের অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ। শেষ অব্দি দল তুলে ৮ উইকেটে ১৩৭। বোলারদের দাপট সেই সংগ্রহ নিয়েই চমক দেখিয়েছে বাংলাদেশ।

যদিও জয়ের পথেই ছিল ভারত। শেষ মূহুর্তে স্বাগতিকদের কোনঠাসা করে ফেলে সফরকারীরা। ১৯ বলে ২৫ রান করা আনামুলকে ফিরিয়ে জয়ের বন্দরে নোঙর করে দল। জয়ের নায়ক শফিক। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে নেন ৫ উইকেট।

এ সম্পর্কিত আরও খবর