টুইটারে পাকিস্তান অধিনায়ককে নিয়ে ঠাট্টা-মস্করা

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 10:47:01

কখন কি বলতে হবে সেটা একটু বুঝে শুনে বলতে হয়। কিন্তু আবেগের চোটে, সঙ্গে দেশপ্রেম দেখানোর টানে পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ আকস্মিকভাবে যা বলে বসলেন, সেজন্য এখন নিজেকেই তারই নিজের কথা চিবিয়ে খেতে হচ্ছে!

বিশ্বকাপের মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সরফরাজ বলে বসেন-‘বিশ্বকাপে আমরা প্রতিটা ম্যাচই খেলবো যেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলছি, এমন জোস নিয়ে। সাম্প্রতিক সময়ে আমরা বড় আসরে ভারতকে হারিয়েছি, তাই বিশ্বকাপেও আমরা ভারতের বিপক্ষে ম্যাচে এগিয়ে থাকবো।’

অর্থাৎ বিশ্বকাপের মাঠেও ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান অধিনায়ক নিজেদেরকেই ফেভারিট ভাবছেন!

পাকিস্তান অধিনায়কের এই মন্তব্য এবং তার দেয়া সাম্প্রতিক পরিসংখ্যানের প্রসঙ্গ নিয়ে টুইটারে যেন ‘ক্রিকেট ঝড়’ উঠে। ঠাট্টা-মস্করা হাসির হুল্লোড় পড়ে যায়!

বিশ্বকাপে পাক-ভারত ম্যাচ মানেই ভারতের অবধারিত জয়। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের কোন ম্যাচেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। পরিসংখ্যানটা এমন; ভারত ৬, পাকিস্তান ০!

তবুও নিজেদের ফেভারিট ভাবছেন পাকিস্তান অধিনায়ক! বিশ্বকাপ ছাড়া সর্বশেষ বড় আসরে উভয় দলের মোকাবেলায় জয়ের হিসেবে ভারত পরিস্কার এগিয়ে। গেলো বছর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে ভারত-পাকিস্তান গ্রপ পর্যায়ে দুবার মুখোমুখি হয়। দুই ম্যাচেই ভারত জেতে সহজ ব্যবধানে। পাকিস্তান কোন লড়াই করতে পারেনি! সেই দুই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক ছিলেন কিন্তু আর কেউ নয়, সরফরাজ আহমেদ!

গেলো বছরের সেই হারের কথা সম্ভবত পাকিস্তান অধিনায়কের মনেই ছিলো না। তিনি শুধু মনে রেখেছেন ইংল্যান্ডের মাটিতে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হারের ম্যাচের কথা।

পাকিস্তান অধিনায়কের মন্তব্যের প্রেক্ষিতে আভি পঞ্চোল নামের একজন টুইট বার্তায় লেখেন-‘সম্প্রতি এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের লজ্জাজনক দুটো হারের কথা মনে হয় পাকিস্তান অধিনায়ক ভুলে গেছেন।’

চেতন কুমার মীনা নামে একজন লেখেন-‘ ভালোই বলেছেন অধিনায়ক, কিন্তু মাঝে একটা শব্দ আপনি ভুলে গেছেন। আমরা ভারতকে বড় আসরে হারিয়েছি ‘‘মাত্র একবার’’। ঠিক মতো বেড়ে উঠো বাচ্চা, নিজের খেলার প্রতি মনোযোগ দাও।’

বিবেক তান্না নামের এক ক্রিকেট সমর্থক টুইট করেন-‘এশিয়া কাপ যে বড় আসর সেটা হয়তো ভুলে গেছেন পাকিস্তান অধিনায়ক। গেলো বছরের সেই টুর্নামেন্টে পাকিস্তানের চেয়ে বাংলাদেশই ছিলো ভালো দল।’

আরব-আমিরাতে সেই টুর্নামেন্টে বাংলাদেশ দল পাকিস্তানকেও হারিয়েছিলো। টুর্নামেন্টের ফাইনালে খেলে বাংলাদেশ ও ভারত।

এ সম্পর্কিত আরও খবর