সৌম্যের ডাবল সেঞ্চুরির রেকর্ড, ট্রফি জিতল আবাহনী

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 03:52:06

এক ম্যাচে অনেক রেকর্ড গড়ে ফেললেন সৌম্য সরকার। লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড তার। এক ইনিংসে সবচেয়ে বেশি ১৬ ছক্কার মালিক এখন তিনি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে যে কোন উইকেট জুটিতে নতুন রেকর্ডে এখন তার নাম। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে লিগের শেষ ম্যাচে সৌম্য সরকার করলেন ১৫৩ বলে অপরাজিত ২০৮ রান। বাউন্ডারি হাঁকান ১৪টি। রেকর্ড ছক্কা ১৬টি।

লিস্ট-এ ক্রিকেটে এতোদিন ধরে এক ইনিংসে সর্বোচ্চ ১৯০ রানের রেকর্ডটা ছিলো রকিবুল হাসানের। ২০১৭ সালে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে এই রান করেছিলেন রকিবুল হাসান। সেই রেকর্ড শুধু টপকে সৌম্য সরকার গড়লেন অপরাজিত ২০৮ রানের নতুন রেকর্ড।


আবাহনীর লিগ ট্রফি জয়ের ম্যাচে সৌম্য সরকারের ব্যাটিং এমন অনেক নতুন ইতিহাস তৈরি করেছে। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সৌম্য সরকার ব্যাট হাতে মঙ্গলবার (২৩ এপ্রিল) যা করলেন সেটা অনেকদিন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আলোচনার অংশ হয়ে থাকবে।

লিগ ট্রফি জিততে হলে এই ম্যাচে আবাহনীকে জিততেই হতো। এমন ম্যাচে আগে ব্যাট করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তুললো ৯ উইকেটে ৩১৭ রান। জবাব দিতে নেমে আবাহনী শুরু থেকে যে ব্যাটিং দাপট দেখালো তাতেই ম্যাচ ফয়সালা! ওপেনিং জুটিতেই রান উঠলো ৩১২!

মাত্র ৭৮ বলে নিজের সেঞ্চুরি পুরো করলেন সৌম্য সরকার। আর সেঞ্চুরি পুরো হতেই যেন রান ক্ষিদে তার আরও বেড়ে গেলো! চোখের পলকে ১৫০ রানে পৌছে গেলেন। ১০০ থেকে ১৫০ রানে পৌছাতে সৌম্যের লাগলো মাত্র ২৬ বল। ব্যক্তিগত ১৫০ রান পুরো হওয়ার পর ডাবল সেঞ্চুরির স্বপ্ন ডালপালা মেলে তার। খানিকটা সাবধানি হয়ে পড়েন। ওদিকে সঙ্গী ওপেনার জহুরুল ইসলামও ক্রমশ সেঞ্চুরির দিকে যাচ্ছেন। জহুরুলের সেঞ্চুরি পুরো হওয়ার পরের ওভারেই সৌম্য সরকারও ডাবল সেঞ্চুরির আনন্দে ভাসলেন। ১৪৯ বলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন।

৪৫.১ ওভারের সময় ইমতিয়াজ হোসেনের বলে বাউন্ডারি হাঁকিয়ে সৌম্য সরকার ডাবল সেঞ্চুরির আনন্দে দু’হাত তুলে উল্লাসে মেতে উঠেন। ননষ্ট্রাইক প্রান্ত থেকে সঙ্গী জহুরুল ইসলাম ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন। ডাগআউট ছেড়ে মাঠের কোনায় এসে দাড়ানো পুরো আবাহনী দলের খেলোয়াড়রা হাততালি দিয়ে সৌম্যের এই কৃতিত্বকে অভিনন্দন জানান।

ম্যাচের শেষটা করেন সৌম্য রাজকীয় কায়দায়। তাইজুল ইসলামকে ছক্কা হাঁকিয়ে এনে দিলেন আবাহনীকে অনেক দিন স্মরণীয় রাখার মতো ৯ উইকেটের জয়!

এই জয়ে লিগ শিরোপা আরেকবার উঠলো আবাহনীর ঘরে।

এ সম্পর্কিত আরও খবর