কেমোথেরাপি চলছে রুবেলের, বিশ্বকাপ দেখা হবে না!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 23:26:45

মানুষ ভাবে এক আর হয় আরেক! তবে বাস্তবতার সেই নিষ্ঠুরতা এমনভাবে তার জীবনেও আসবে সেটা ঘুণাক্ষরেও চিন্তায় আসেনি ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের। জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা তার অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে আশা ছিল এবারের বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখবেন মাঠে বসে। বিশ্বকাপের খেলার টিকিট পাওয়ার আগাম একটা প্রতিশ্রুতিও পেয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের কাছ থেকে।

সাইফুদ্দিন বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। কিন্তু মোশাররফ রুবেলের মাঠে বসে সেই খেলা দেখা যে হচ্ছে না! দুরারোগ্য ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ রুবেল। মস্তিষ্কে একবার অস্ত্রোপচার হয়েছে। টিউমার অপসারণও করা হয়েছে। তবে চিকিৎসা পদ্ধতি বেশ জটিল এবং দীর্ঘমেয়াদি।

বাংলাদেশ দল যখন বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পে ব্যস্ত, মোশাররফ রুবেলের তখন সময় কাটছে কেমোথেরাপি ও রেডিও থেরাপি নিয়ে। সোমবার (২২ এপ্রিল) সিঙ্গাপুরের হাসপাতালে এই থেরাপি নেওয়ার দুটি ছবি ফেসবুকে নিজের পেজে পোস্ট করেন মোশাররফ রুবেল। একই সঙ্গে আবেগঘন একটা স্ট্যাস্টাসও দেন।

রুবেলের সেই স্ট্যাটাস ছিল এমন, ‘কেমোথেরাপি ও রেডিও থেরাপি নিতে সিঙ্গাপুরে এসেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। এবার বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার খুব ইচ্ছে ছিল। বিপিএলের সময় সাইফুদ্দিন বলেছিল-ও যদি বিশ্বকাপ দলে সুযোগ পায় তাহলে বাংলাদেশ ম্যাচের সবগুলো টিকিট সে আমাকে দেবে। কিন্তু ইচ্ছে আর বাস্তবতা কখনো এক হয় না, এটা জানা ছিল...। তবে বাস্তবতা যে কতটা নিষ্ঠুর হতে পারে, এটা কল্পনাতেও আসেনি...!! যাই হোক..। বাংলাদেশ দলের জন্য শুভ কামনা রইলো। ইনশাল্লাহ ভালো কিছু হবে এবার...।’

এবারের বিপিএল চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন মোশাররফ রুবেল। টুর্নামেন্ট চলাকালে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অসুস্থতার কারণে জ্ঞানও হারিয়ে ফেলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে মস্তিষ্কের বিভিন্ন অংশে এক্সরে ও সিটি স্ক্যান করার পর জানা গেলো ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন জাতীয় দলে খেলা এই স্পিনার।

মার্চ মাসেই সিঙ্গাপুরে তার ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার করা হয়। বিপুল খরচের এই চিকিৎসার জন্য বিসিবি, সতীর্থ ক্রিকেটার এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়েছেন মোশাররফ রুবেল। জাতীয় দলের সতীর্থরা সবসময় তার চিকিৎসার খোঁজখবর রাখছেন। রুবেল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া চেয়েছেন।

৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। জাতীয় দলের হয়ে সর্বশেষ তিনি খেলেন ২০১৬ সালের ৭ অক্টোবর।

এ সম্পর্কিত আরও খবর