শ্রীলঙ্কার জন্য তামিম-সাব্বিরের প্রার্থনা

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-27 18:20:12

সন্ত্রাসী হামলায় মৃত্যুর মিছিল থামছেই না! গির্জা, পাঁচতারা হোটেলসহ কমপক্ষে আট জায়গায় বোমা হামলার পর শ্রীলঙ্কায় এরইমধ্যে দেড়শর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত চারশরও বেশি। রোববার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের দিন একযোগে ভয়াবহ বোমা হামলা হয়েছে। নিরীহ মানুষদের এই মৃত্যুর শোক ছুঁয়ে গেছে শান্তিকামী প্রতিটি মানুষকে। শোকাহত ক্রীড়াঙ্গনের তারকারাও। বিরাট কোহলি-শচীন টেন্ডুলকাররা মর্মাহত।

অন্তর্জালে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানালেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও।

ক্রিকেট খেলতে গিয়ে তামিম ইকবাল একাধিকবার সফর করেছেন শ্রীলঙ্কায়। দেশটির সৌন্দর্যে মুগ্ধ এই ক্রিকেটার রোববার খবরটা শুনতেই শোকস্তব্ধ হয়ে পড়েছেন। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এক পোস্টে লিখেছেন ‘সকালে শ্রীলঙ্কার নানা জায়গায় এত নিরীহ মানুষের প্রানহানি দেখে হৃদয় ভেঙে গেছে। নিহত, আহত ও তাদের পরিবারের জন্য সমবেদনা ও প্রার্থনা থাকল। অবশ্যই ভালবাসা ও মানবিকতা সবসময় এমন হিংসাত্মক ও জঘণ্য ঘটনাকে পরাজিত করবে।’

শোকাহত জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার সাব্বির রহমান। তিনি এক লাইনে লিখেছেন, ‘সবাই শ্রীলঙ্কার জন্য প্রার্থনা করুন!’

মর্মাহত মুশফিকুর রহিমও। জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার টুইটারে লিখেছেন, ‘এমন খবর শুনতে আর ভালো লাগে না। ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি। পৃথিবীতে কোনো জায়গাই কি এখন নিরাপদ?’


পড়ুন : বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের শোকগাঁথা নিয়ে প্রতিবেদন-

শ্রীলঙ্কা ট্র্যাজেডিতে শোকাহত, মর্মাহত বিশ্ব..

 

এ সম্পর্কিত আরও খবর