শ্রীলঙ্কা ট্র্যাজেডিতে শোকাহত, মর্মাহত বিশ্ব ক্রীড়াঙ্গন

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 01:26:47

আবারও সন্ত্রাসী হামলা! ক্রাইস্টচার্চে মসজিদে হামলার দুঃসহ স্মৃতি মিলিয়ে না যেতেই কেঁপে উঠল শ্রীলঙ্কা। রোববার ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় কমপক্ষে ছয়টি জায়গায় গির্জা ও পাঁচ তারকা হোটেলে একযোগে বোমা হামলা হয়েছে। এরইমধ্যে মৃত্যের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। আহত চার শতাধিক! মৃত্যুর এই মিছিলে শোকাহত গোটা বিশ্বের শান্তিগামী মানুষ। বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারাও মর্মাহত। অন্তর্জালে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তাদের শোকগাঁথা।

হতাশ বিরাট কোহলি এনিয়ে টুইট করলেন। ভারত অধিনায়ক লিখেছেন, ‘শ্রীলঙ্কায় হামলার ঘটনাটি শুনে খুবই মর্মাহত আমি। ট্রাজেডিতে আক্রান্তদের জন্য প্রার্থনা করতে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’ টুইট করলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও। সন্ত্রাসবাদের প্রতি ঘূনা জানিয়ে তিনি লিখেছেন, ‘শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার কথা শুনে আমি শোকাহত। দৃঢ়ভাবে সন্ত্রাসী এই কর্মকাণ্ডের নিন্দা জানাই। ঘৃণা ও সন্ত্রাসবাদ কখনোই ভালোবাসা ও মহানুভবতাকে হারাতে পারবে না।’

শ্রীলঙ্কার মতো নয়ানাভিরাম এক দেশে হামলার পর স্বস্তি পাচ্ছেন না ভারতের আরেক ক্রিকেটার রোহিত শর্মাও। উদিগ্ন এই ক্রিকেটারের টুইট, ‘শ্রীলঙ্কার মানুষদের জন্য প্রার্থনা থাকল। সুন্দর এক দেশ।’ বিশ্ব জুড়ে একের পর এক হামলায় শোকাহত সানিয়া মির্জা। এমন হামলা মানতেই পারছেন না ভারতের এই টেনিস তারকা। ক্ষোভ থেকেই তার টুইট, ‘এই পৃথিবীতে কী হচ্ছে ?? সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সাহায্য করতে পারেন .. সত্যিই।’

খবরটা শুনতেই হতাশা ছড়িয়ে পড়ে ক্রীড়া বিশ্বে। ইংলিশ ক্রিকেটার জেসন রয় ক্রিকেট খেলতে গিয়ে একাধিকবার গেছেন শ্রীলঙ্কায়। দেশটির সৌন্দর্যে মুগ্ধ এই ক্রিকেটার রোববার টুইটারে লিখেছেন, ‘শ্রীলঙ্কার সবার জন্য উদ্বিগ্ন। সুন্দর একটা দেশ, অসাধারণ মানুষ। দুঃখজনক এক খবর।’ ইংলিশ অধিনায়ক এউইন মরগানের মনটাও বিষন্ন হয়ে আছে, ‘সকালেই শ্রীলঙ্কা থেকে ভেসে এসেছে হৃদয়বিদারক খবর। যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জন্য আমি চিন্তিত।’

শ্রীলঙ্কায় ভয়াবহ এই ট্র্যাজেডিতে শোকাহত ব্রেন্ডন ম্যাককালামও। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার লিখেছেন, ‘শ্রীলঙ্কা থেকে ভয়ঙ্কর এই খবরটি এসেছে। সবার জন্য আমাদের গভীরতম সহানুভূতি থাকল।’ ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন  লিখেছেন, ‘শ্রীলঙ্কা সবচেয়ে সুন্দর একটা দেশ আর মানুষগুলোও দারুণ। খবরটা শুনে আমার হৃদয় ভেঙে গেল!’

নিজ দেশে এই সন্ত্রাসী হামলায় বাকরুদ্ধ মাহেলা জয়াবর্ধানে। শান্তির সুবাতাস বইতে থাকা দেশটিতে ফের অস্থিরতা, রক্তপাত ভাবিয়ে তুলেছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ককে। টুইটারে লিখেছেন, ‘আজ প্রতিটি শ্রীলঙ্কানের জন্য শোকের দিন। দশবছর শান্তির পর আবারও আমরা নির্দোষ মানুষদের ওপর অমানবিক আক্রমন দেখলাম। ’ নিন্দা জানিয়ে সবাইকে শান্ত আর ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করেছেন মাহেলা।

এ সম্পর্কিত আরও খবর