ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে নাঈম-ইয়াসির

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 08:53:50

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলছেন তিনি। ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই দাপট দেখাচ্ছেন ইয়াসির আলী চৌধুরী। সেই সাফল্যের পুরস্কারটাই মিললো। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। বিশ্বকাপ মিশন শুরুর আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের ১৭ সদস্যের দলে আছেন তিনি।

তার পাশাপাশি দলে রয়েছেন নাঈম হাসান। তিনি ও ইয়াসির ছাড়া বাকি সবাই বিশ্বকাপ দলের সদস্য। মঙ্গলবার মিরপুরে এই দল ঘোষণা করেন নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু।

৫ মে থেকে শুরু হবে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। ৭ মে প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ উইন্ডিজ। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। ১৭ মে ফাইনাল।

বেশ কয়েকটি ধাপ পেরিয়েই জাতীয় দলে ডাক মিলেছে ইয়াসিরের। ঢাকা প্রিমিয়ার লিগ, ইমার্জিং টিমস, বিপিএল, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন তিনি। এবারের প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের পক্ষে খেলছেন ইয়াসির। এরইমধ্যে ১১ ম্যাচের নয় ইনিংসে এক শতরানসহ করেছেন ৪২৩ রান। লিস্ট এ ক্রিকেটে এ পর্যন্ত ৪০.২৬ গড়ে করেছেন ১৬৯১ রান। সেই সাফল্যের পথ ধরেই নির্বাচকরা সুযোগ দিয়েছেন ইয়াসিরকে।

টেস্টে নাম লেখালেও বাঁহাতি স্পিনার নাঈম হাসানের ওয়ানডে অভিষেক এখনো হয়নি। ৩৬ টি লিস্ট এ ম্যাচে শিকার করেছেন ৪৬ উইকেট। ইয়াসিরের পাশাপাশি নাঈমেরও বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকে থাকলো। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সুযোগ কাজে লাগাতে পারলে ডাক পেতে পারেন বিশ্বকাপ দলেও!


আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল-

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, ইয়াসির আলী চৌধুরী ও নাঈম হাসান।

এ সম্পর্কিত আরও খবর