নাসিরের সেঞ্চুরির ম্যাচে নায়ক সানি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-23 16:49:34

জাতীয় দলে নেই গত বছরের জানুয়ারি থেকেই। অবশ্য অফ ফর্মের সঙ্গে চোট মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিল তাকে। তবে হাল ছাড়েন নি নাসির হোসেন। ইনজুরি কাটিয়ে সোমবার পেলেন দুর্দান্ত এক শতরান। যদিও ম্যাচের নায়ক ইলিয়াস সানি। বোলিংয়ের পর ব্যাট হাতেও দাপট দেখিয়ে তিনিই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এনে দিয়েছেন অনায়াস জয়। দাপুটে জয়ে শুরু তাদের ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ।

প্রথম রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লক্ষ্য ছিল মাত্র ২৩৭ রানের। আর সেই সংগ্রহটা ৪ উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতেই পূরণ করে ফেলে ধানমন্ডির ক্লাবটি।

এই জয়ে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে শেখ জামাল। ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে প্রাইম ব্যাংক।

টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই পথ হারায় প্রাইম ব্যাংক। এনামুল হকের বিদায়ে শুরু। এরপর অবশ্য পথ দেখিয়েছিলেন রুবেল মিয়া ও নামান ওঝা। তাদের ব্যাটে দল তিন অঙ্কে পা রাখে। যদিও রান তুলেছেন বেশ ধীর গতিতে। এরমধ্যে ৭৫ বলে ৪৬ রান করে ফেরেন ওঝা। ৬৬ রান তুলে তার পিছু নেন রুবেল।

এরপর ইলিয়াস সানি-তানবীর হায়দারের তোপে এলোমেলো হয়ে যায় প্রাইম ব্যাংকের লাইন আপ। দ্রুত ফেরেন আল আমিন জুনিয়র, অলক কাপালি, নাহিদুল ইসলাম ও নাঈম হাসান। আরিফুল হক হাল না ধরলে দুইশ রানের আগেই অলআউট হতে যাচ্ছি দলটি। ৫১ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোর এনে দেন তিনি।

স্পিনার ইলিয়াস সানি নেন ৩৫ রানে তিন উইকেট। ৪৩ রানে সমান উইকেট তানবীরের।

জবাবে নেমে শুরুটা একেবারে মন্দ ছিল না শেখ জামাল। উদ্বোধনী জুটিতে ইমতিয়াজ হোসেন ও ইলিয়াস সানি করেন ৪৫ রান। তারপর তৃতীয় উইকেটে নাসির-সানি মিলেন দলকে পথ দেখালেন। করলেন ৯৩ রানের জুটি। এরমধ্যে ৬৭ রানে আব্দুর রাজ্জাকর শিকার সানি।

তারপরই লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যক্তিগত সপ্তম সেঞ্চুরি তুলে নেন নাসির। ১১০ বলে ১১২ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে ম্যাচসেরা অলরাউন্ডার ইলিয়াস সানিই।

সংক্ষিপ্ত স্কোর-

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৮.৩ ওভারে ২৩৬/১০ (রুবেল ৬৬, ওঝা ৪৬, আল আমিন জুনিয়র ৬, কাপালী ১, আরিফুল ৭৪, মনির ১৪, রাজ্জাক ১৪; খালেদ ১/২৯, শাকিল ২/৩৭, সানি ৩/৩৫, তানবীর ৩/৪৩, এনামুল হক ১/২৯)
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪৮.৪ ওভারে ২৩৯/৪ (ইমতিয়াজ ২৬, সানি ৬৭, মুনাবিরা ১২, নাসির ১১২*, সোহান ৫, তানবীর ১২*; আল আমিন ০/২৪, নাহিদুল ২/৩০, রাজ্জাক ২/৫২)
ফল: ৬ উইকেটে জয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব
ম্যাচসেরা: ইলিয়াস সানি

এ সম্পর্কিত আরও খবর