‘আবাহনী এখনো সেরাটা খেলেনি’

ক্রিকেট, খেলা

স্পেশাল করেপডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 04:47:29

লিগের প্রথম চার ম্যাচ পর্যন্ত সবকিছুই ঠিকমতো চলছিলো আবাহনী লিমিটেডের। পঞ্চম ম্যাচে এসে প্রথম ধাক্কা খায় গতবারের চ্যাম্পিয়নরা। ফতুল্লায় প্রাইম ব্যাংকের কাছে হারে। লিগ পর্বের মাঝপথে সেই একটা ধাক্কা না হয় মেনে নেয়া গেলো। কিন্তু তাই বলে লিগের শেষ দুই ম্যাচের দুটোই হার! আর শেষের এই দুই হারই এখন আবাহনীকে দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে। সোমবার থেকে সুপার লিগ শুরুর আগে পয়েন্ট টেবিলে আবাহনী এখন দ্বিতীয় অবস্থানে। ১১ ম্যাচে অর্জন ১৬ পয়েন্ট। আর ২০ পয়েন্ট নিয়ে পয়েন্টের শীর্ষে লিজেন্ডস অব রূপগঞ্জ।

সমর্থকদের আশা এবং আত্মবিশ্বাস সুপার লিগে নিজেদের ফের ফিরে পাবে আবাহনী। তবে কোচ খালেদ মাহমুদ সুজন বাস্তবতার পথেই বেশি হাঁটতে পছন্দ করেন। তাই গলায় কিছুটা শঙ্কা নিয়ে জানালেন-‘টানা দুই হারে চ্যাম্পিয়নশিপের রেসটা আমাদের জন্য অনেকখানিক কঠিন হয়ে গেলো। লিগের সেরা ছয়টি দলই সুপার লিগে উঠেছে। এখন আমার একটাই চিন্তা সুপার লিগের বাকি পাঁচটা ম্যাচ আবাহনী কিভাবে ভালো খেলবে সেই উপায় খুঁজে বের করা।’

লিগের শুরুর আগে থেকেই আবাহনী যথারীতি এবারো হট ফেভারিট ছিলো। কিন্তু লিগের শেষ দুই ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হারের পর আবাহনীর গা থেকে ফেভারিটের রং কিছুটা ম্লান হয়ে গেছে। সুপার লিগের একটা ম্যাচে পা পিছলে পড়ার অর্থই হলো সর্বনাসের আরো চুড়ান্ত! তবে আবাহনী কোচ তার দল এবং সমর্থকদের আশ্বস্ত করছেন-‘আমি কোচ হিসেবে মনে করি আবাহনী এখনো তাদের সেরা ক্রিকেট খেলেনি। কাগজে-কলমে আমাদের যে শক্তি, সেই শক্তিমত্তার পরিচয় আমরা মাঠের ক্রিকেটে এখনো দিতে পারিনি। সুপার লিগে সুপার ছন্দের আবাহনীর দেখা মিলবে।’

সোমবার (১৫ এপ্রিল) থেকে সুপার লিগ শুরু হচ্ছে। আবাহনী প্রথমদিন মুখোমুখি হচ্ছে প্রাইম দোলেশ্বরের। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখে সুপার লিগের সবগুলো ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। বৃষ্টিতে কোন ম্যাচ নির্দিষ্ট দিনে শেষ না হলে বডিলি শিফট হয়ে পরদিন সেই ম্যাচ সম্পন্ন হবে।

এ সম্পর্কিত আরও খবর