বার্সাকে চমকে দিল ‘পুঁচকে’ হুয়েস্কা

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 14:21:27

এবার মুদ্রার উল্টো পিঠ দেখলো বার্সেলোনা। প্রথম পর্বে যে ক্লাবটির গোল পোষ্টে দুই হালি গোল দিয়েছিল কাতালান ক্লাবটি সেই হুয়েস্কা শনিবার আটকে দিয়েছে! দলের সেরা তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেস, ইভান রাকিতিচ আর জেরার্ড পিকেসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে রেখে খেলতে নেমে স্প্যানিশ লা লিগার ম্যাচে পয়েন্ট হারাল বার্সা।

পয়েন্ট তালিকার নিচের সারির দল হুয়েস্কার মাঠে লা লিগার ম্যাচে গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি। প্রথম পর্বে ৮-২ গোলে জয়ের পর এবার ০-০ ড্র!

বার্সার চার ফুটবলারের অভিষেক হয় শনিবার। মুসা ওয়াগি, হুয়ান তোবিদো, রিকি পুইগ ও জেইসন মোরিল্লোকে মাঠে নামান কোচ এরনেস্তো ভালভের। গত দশ বছরের মধ্যে এবারই প্রথম কোনো লা লিগার ম্যাচে চার ফুটবলারের অভিষেক করিয়েছে বার্সা।

আর এই কৌশল তেমন কাজে লাগেনি। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলো নিশানা খুঁজে পায়নি দলটি। গোল মিসের মহড়ায় ১৭তম মিনিটে হতাশ করেন উসমান দেম্বেলে। গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেন নি!

গোলের সুযোগ পেয়েছিল হুয়েস্কাও। এনরিক গায়েগোর প্রচেষ্টা অবশ্য আটকে দেন বার্সা গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগেন। এ অবস্থায় স্প্যানিশ লা লিগায় ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো বার্সেলোনা।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের জয়ের নায়ক পল পগবা। জোড়া গোল করেছেন তিনি।

এই জয়ে ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৮০ পয়েন্ট নিয়ে এরপরই আছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে শনিবার দিনের আরেক ম্যাচে লুকাস মউরার হ্যাটট্রিকে হাডার্সফিল্ড টাউনকে ৪-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ৩৩ ম্যাচে তাদের অর্জন ৬৭ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর