স্বস্তির ড্র মোহামেডানের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 14:57:08

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগেই পথ হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের সেই দাপট নেই সাদা-কালো শিবিরের। মতিঝিলের ঐতিহ্যবাহী দলটি শুক্রবার আরেকটু হলে হেরেই যাচ্ছিল। শেষ অব্দি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে স্বস্তির ড্রয়ে মাঠ ছেড়েছে মোহামেডান। দিনের আরেক ম্যাচে নোফেল স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।

টানা তিন হারের ধাক্কা সামলে অবশেষে পয়েন্টের দেখা পেয়েছে একসময়ের ফেভারিট মোহামেডান। ছুটির দিনে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ১-১ ড্র করে মাঠ ছাড়ে তারা।

যদিও মুক্তিযোদ্ধার বিপক্ষে বেশ লড়েছিল মোহামেডান। কিন্তু গোলের দেথা মিলছিল না। তবে ৬৯তম মিনিটে স্রোতের বিপরীতে তারাই পিছিয়ে পড়ে। ইউসুকে কাতোর বাড়ানো পাসে আইভরি কোস্টের ফুটবলার বালো ফামুসার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ।

এরপর ইনজুরি সময়ে এসে রক্ষা। কিংসলে চিগোজির হেডে ভাসতে থাকা বল ইয়ামুসা কামারা হাত দিয়ে আটকে ফেলেন। এরপরই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে গোল করতে ভুল করেন নি দলের নাইজেরিয়ান ফুটবলার চিগোজি। ড্রয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

এ অবস্থায় ১১ ম্যাচে ১৫ পয়েন্ট মুক্তিযোদ্ধার। মাত্র ৬ পয়েন্ট মোহামেডানের।

এদিকে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে নোফেল স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল দলটি। খেলার দ্বিতীয় মিনিটে নাইমুর রহমান শাহেদের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাগালান আওয়ালা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চট্টগ্রাম আবাহনীর অর্জন এখন ১১ ম্যাচে ১৪ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর