হকি ফেডারেশনের নির্বাচন ২৯ এপ্রিল

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 19:33:34

অবশেষে নতুন করে ঘোষিত হয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনের তারিখ। স্থগিত হওয়া এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। বৃহস্পতিবার পুনঃতফসিল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন।

দুইদিন আগে অবশ্য শোনা যাচ্ছিল নির্বাচন হবে ২৫ এপ্রিল। নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। অবশ্য গত ৮ এপ্রিলই হওয়ার কথা ছিল হকির নির্বাচন। কিন্তু ৪ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এসে জটিলতা তৈরি হয়। নির্বাচন স্থগিত করে দিতে বাধ্য হয় জাতীয় ক্রীড়া পরিষদ।

নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হয় একপক্ষ। মামলার বাদি ফেডারেশনের সাবেক আম্পায়ার ও শিশু-কিশোর ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত। প্রথম বিভাগ লিগের ক্লাব শিশু কিশোর সংঘের কাউন্সিলর তারেক আহমেদ আদেলের ভোটার হওয়ার বৈধতা নিয়ে আদালতে মামলা করেন এই সংগঠনের সেকান্দার হায়াত। এরপরইআদালত বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন স্থগিত করে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) শাহ আলম সরদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের খবরটি জানান।

এ অবস্থায় আদালত সেই কাউন্সিলরকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ ভোটার তালিকা থেকে তারেক আহমেদ আদেলের নাম বাদ দিয়েই এবার শুরু করছে নির্বাচন প্রক্রিয়া। পুনঃতফসিলে জানা গেছে, ১৬ এপ্রিল মনোনয়নপত্র জমার দিন চূড়ান্ত করা হয়েছে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৮ এপ্রিল।

তারেক আহমদে আদেলের নাম কাটা পড়ায় বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়াল ৮৩ জনে। এর আগে ২০১৭ সালে নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র তুললেও জমা দিতে পারেনি। জাতীয় ক্রীড়া পরিষদ বন্যার কারণে নির্বাচন স্থগিত করে। এরপর অ্যাডহক কমিটি দ্বায়িত্ব পালন করে গেছে।

স্থগিতের আগে বাংলাদেশ হকি ফেডারেশন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন তুলেন আব্দুস সাদেক ও মমিনুল হক সাঈদ। সাজেদ এ এ আদেলকে সহ-সভাপতি আর আব্দুস সাদেককে সাধারণ সম্পাদক মনোনীত করে প্যানেল ঘোষণা করে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ও ঢাকা মহানগর হকি ক্লাব সমর্থিত পরিষদ। আব্দুর রশিদ শিকদারকে সহ-সভাপতি আর মমিনুল হক সাঈদকে সাধারণ সম্পাদক মনোনীত করে মনোনয়নপত্র জমা দেন মোহামেডান-মেরিনার্স-উষা জোটের প্রার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর