২৫০ করলেই মোহামেডান সুপার লিগে

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 12:41:39

হিসেবটা পরিস্কার। সুপার লিগে খেলতে হলে মোহামেডানকে লিগে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে। সেই জয়ের জন্য মোহামেডান টার্গেট পেয়েছে ২৫০ রানের। ফতুল্লায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেএসপি টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৯ রানের স্কোর গড়ে।

ফতুল্লার উইকেটে অবশ্য এই রানকে মোটেও কম কিছু ভাবার উপায় নেই। তবে পেছনের কয়েকটা ম্যাচে মোহামেডানের ব্যাটিং যেমন দাপট দেখিয়েছে তাতে এই ম্যাচেও ফেভারিট থাকছে তারাই।

 সকালে বিকেএসপির ব্যাটিংটা ভালই হলো। প্রথম পাওয়ার প্লে’তে মোহামেডান কোন উইকেটই পায়নি। ১০.১ ওভারে ওপেনিং জুটিতে বিকেএসপি তোলে ৪২ রান। ওয়ানডাউন ব্যাটসম্যান আমিনুল ইসলাম ৯২ বলে ৬০ রানের ইনিংস খেলেন। মিডলঅর্ডারের পরের সারির ব্যাটসম্যানরাও ভালই রান তোলেন। শামীম হোসেন মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। দলের উইকেটকিপার কাম অধিনায়ক আকবর আলী ৩৫ বলে ৩৮ রান যোগ করেন। ছয় নম্বরে ব্যাট করতে নামা পারভেজ হোসেন ইমন ২২ বলে দ্রতগতিতে ৩৮ রান তুলে ইনিংসের শেষ বলে আউট হন।

 মোহামেডান অধিনায়ক ছয়জন বোলারকে ব্যবহার করেন। স্পিনার রাহাতুল ফেরদৌস ১০ ওভারে ৩৭ রানে ৩ উইকেট পান। মোহামেডানের ভারতীয় ক্রিকেটার রজত ভাটিয়া তার মিডিয়াম পেস বোলিংয়ে ৪৮ রানে ২ উইকেট শিকার করেন। মোহাম্মদ আশরাফুল কোন উইকেট না পেলেও রান খরচায় ছিলেন বেশ কৃপণ। ১০ ওভারে ১ মেডেনসহ মাত্র ৩৭ রান দেন আশরাফুল।

শেষ পাওয়ার প্লে’টা খুব ভালভাবে ব্যবহার করে বিকেএসপি। শেষের ১০ ওভারে তারা হারায় ৩ উইকেট। রান তোলে ৮৫।

সুপার লিগে খেলবে ছয়টি দল। রূপগঞ্জ, আবাহনী, প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর ও শেখ জামাল সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ষষ্ঠ দল হিসেবে মোহামেডানের সামনে সেই তালিকায় নাম লেখানোর সুযোগ। ২৫০ রান করলেই সুযোগটা সফল।

এ সম্পর্কিত আরও খবর