বিশ্বকাপ দলে একটি বা দুটো নতুন মুখ!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:08:39

১৫ সদস্যের বিশ্বকাপ দলে কারা থাকছেন সেটাই এখন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি আলোচিত এবং কৌতূহলের বিষয়। সবই কি পুরানো মুখ? নাকি নতুন কেউ আসছেন? ক্রিকেট দলের নির্বাচকদের প্রায় প্রতিদিনই এমনতর কৌতূহলের জবাব দিতে হচ্ছে। বিশ্বকাপ দল নিয়ে বুধবার বিসিবিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও যা বললেন তাতে একটা ব্যাপার স্পষ্ট, এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে একটা বা দুটো চমক থাকছে।

শুনি এই প্রসঙ্গে মিনহাজুল আবেদিন ঠিক আক্ষরিকভাবে কি বলছিলেন, ‘এই মূহূর্তে এটা বলা মুশকিল, নতুন একজন দিচ্ছি কিনা। এটা নিয়ে কিন্তু চিন্তা-ভাবনা চলছে, আলোচনা হচ্ছে। দুই একদিনের মধ্যে আমরা পুরো স্কোয়াড তৈরি করে ফেলব। কিছু থাকতেও পারে, আপনি যেটা জিজ্ঞেস করছেন, হয়তো একজন থাকতেও পারে বা দুইজন থাকতেও পারে। আগে চূড়ান্ত করি স্কোয়াডটা, তারপর আপনারা সবাই জানতে পারবেন।’

প্রধান নির্বাচকের এই মন্তব্য বিশ্লেষণ করলে একটা পরিস্কার ধারণা মিলে যে, বিশ্বকাপের দলে নতুনদের নিয়েও ভালোই ভাবছেন নির্বাচকরা।

বিশ্বকাপে খেলা যে কোনো ক্রিকেটারের বড় স্বপ্নগুলোর একটা। ক্রিকেটাররা যেমন বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে থাকেন। ঠিক তেমনই ভাবে নির্বাচকরাও বিশ্বকাপের জন্য দেশের সেরা দলই নির্বাচনের চিন্তায় থাকেন। বিশ্বকাপের উত্তেজনা, আবেগ তাদেরও ছুঁয়ে যায় বেশ ভালোভাবেই। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের উত্তাপ নিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু ১৯৯৯ সালে। বিশ্বকাপের মাঠে বাংলাদেশের প্রথম ম্যাচ জয়ের (স্কটল্যান্ডের বিপক্ষে) নায়ক তিনি। আর ঠিক ২০ বছর পরে এসে এবারের বিশ্বকাপের উত্তেজনা-উত্তাপ-আনন্দ ও আবেগ তাকে ছুঁয়ে যাচ্ছে অন্য ভূমিকায়; এবার বিশ্বকাপের দল নির্বাচনের প্রধান নির্বাচক তিনি।

বিশ্বকাপে নিজের নতুন এই ভূমিকা প্রসঙ্গে মিনহাজুল বলছিলেন, ‘বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সেরা মঞ্চ হচ্ছে বিশ্বকাপ। সেই হিসেবে দল গঠন নিয়ে টেনশন তো অবশ্যই থাকবে। মাঠে দল কেমন পারফরমেন্স করে, এটা নিয়ে সবসময় চিন্তাভাবনা থাকবে।’

একটা বিষয় নিশ্চিত যে বাংলাদেশের বিশ্বকাপের দলে অন্তত ১২/১৩ জনের নাম প্রায় সবারই জানা। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়রাই এবারের বিশ্বকাপে বাংলাদেশের সারথি হচ্ছেন। তবে বিশ্বকাপের ঠিক আগেভাগে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের ফর্ম ঠিক স্বস্তি দেয়ার মতো নয়।

প্রধান নির্বাচক অবশ্য আশাবাদ জানালেন, ‘ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের সামনের ম্যাচগুলোতে আমাদের খেলোয়াড়রা অবশ্যই ফর্মে ফিরে আসবে। সামনে আয়ারল্যান্ড সিরিজ আছে, ডিপিএলের সুপার লিগে অনেকগুলো ম্যাচ আছে। এর মাঝে আমরা যাদের নিয়ে চিন্তা-ভাবনা করছি তারা অবশ্যই ফর্মে ফিরে আসবে।’

বিশ্বকাপের দলে যাদের জায়গা প্রায় নিশ্চিত বলে ক্রিকেটমহলে জোর ধারণা রয়েছে সেই তালিকার দুজন সৌম্য সরকার ও সাব্বির রহমানের চলতি ফর্মটা খুব একটা উপভোগ্য কিছু নয়। মিনহাজুল সত্যটা স্বীকার করলেন-‘তাদের পারফরমেন্স নিয়ে তো চিন্তা আছেই। আমরা আগে আলোচনায় বসি, দল চূড়ান্ত করি, তারপর আপডেট দিবো সবাইকে।’

এ সম্পর্কিত আরও খবর