৬৭ দিন পর ম্যাচে ফিরছেন তাসকিন

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 08:43:26

১০ এপ্রিল। ক্যালেন্ডারের পাতায় এই তারিখের পাশে সুবজ কালিতে গোল দাগ দিয়ে রাখতেই পারেন এখন তাসকিন আহমেদ। এদিনই যে তার আবার মাঠে ফেরার দিন! চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নামবেন তিনি। প্রতিপক্ষ উত্তরা স্পোর্টিং ক্লাব। ম্যাচটি হবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

ঠিক ৬৮ দিন আগে এই মাঠেই বিপিএলের এক ম্যাচে চোট পেয়ে দুই মাস ক্রিকেট মাঠের বাইরে থাকতে হয়েছিলো বাংলাদেশের সম্ভাবনাময় এই পেসারকে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিপিএলে নিজের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান তাসকিন। গোড়ালিতে চিড় ধরে তার। পায়ে ব্যান্ডেজ নিয়ে বসে থাকতে হয় লম্বা সময়। নিউজিল্যান্ড সফরে খুব করে তাকে কোচ স্টিভ রোডস চেয়েছিলেন। কিন্তু আকস্মিক ইনজুরিটা তাসকিনের নিউজিল্যান্ড সফরের স্বপ্ন কেড়ে নেয়। ফেব্রুয়ারি ও মার্চের পুরোটাই মাঠের বাইরে তাকে কাটাতে হয়। মার্চের শেষ সপ্তাহে প্রথমবারের মতো রানিং সেশনে অংশ নেন। লম্বা রিহ্যাব শেষে ৪ এপ্রিল মিরপুরে নেটে প্রথমবারের মতো বোলিং করেন।

আর বুধবার (১০ এপ্রিল) খেলতে নামছেন ম্যাচে। মাঝে সময় কেটেছে ৬৮দিন। লম্বা এই সময়ে খেলতে না পারার কষ্ট-যন্ত্রণা যে কী দুঃসহ, সেটা ভুক্তভোগী মাত্রই জানে। তাই পেছনের সেই দুঃখ-বেদনাকে আর মনে রাখতে চান না তাসকিন। বললেন-‘কাল (বুধবার, ১০ এপ্রিল) খেলতে পারব এটা জেনেই আনন্দ লাগছে। এটাই ছিলো আমার স্বপ্ন। এটার জন্যই এত কষ্ট করছি। আল্লাহর কাছে শুকরিয়া আমি খেলার অনুমতি পেয়েছি। আমি যেন সুস্থ থাকতে পারি সেজন্য সবার দোয়া চাচ্ছি।’

ইনজুরি থেকে ফিরে আসার মাঝের এই দীর্ঘ সময় তাসকিনের কেটেছে শুধু ফিটনেস ফিরে পেতেই। ভালই জানেন এই ম্যাচে তার পারফরমেন্সের সঙ্গে ফিটনেসের দিকেও নির্বাচকদের চোখ থাকছে। সেই প্রসঙ্গে তাসকিন বেশ দৃঢ় গলায় জানালেন-‘এই ম্যাচের জন্য আমি পুরো প্রস্তুত। ফুল রান আপে তিনটি সেশন শেষ করেছি। কোন সমস্যা হয়নি। আড়াই মাস করে খেলতে নামবো, তবে ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমি ভাল অবস্থায় আছি।’

নিজের ফিটনেস প্রমাণ করার জন্য মরিয়া তাসকিন। জানেন সময় ঘনিয়ে আসছে। ১৮ এপ্রিলের মধ্যে নির্বাচকরা বিশ্বকাপের দল ঘোষণা করবেন। তার আগে মাঠের ক্রিকেটে নিজের ফিটনেস দেখাতে চান তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জকে বেছে নেয়ার সেটাও একটা কারণ। অন্যান্য ক্লাব গুলো তাকে সুপার লিগের আগে একাদশে খেলার সুযোগ দিতে রাজি ছিলো না। কিন্তু রূপগঞ্জ সুযোগটা দিয়েছে-‘আমি খুশি যে রূপগঞ্জ আমাকে সমর্থন করেছে। অনেক দল চিন্তিত ছিলো যে, আমি ইনজুরি থেকে ফিরেছি মাত্র, এখনই খেলাবে কিনা, কয়েকটা দিন দলের সঙ্গে থাকার পর অনুশীলন করানোর পর খেলাবে। কিন্তু রূপগঞ্জকে ধন্যবাদ ওরা আমাকে কাল (বুধবার, ১০ এপ্রিল) থেকেই খেলাতে রাজি হয়েছে।’

বিশ্বকাপে থাকা না থাকার চাপ প্রসঙ্গে পুরানো কথাটাই বললেন তাসকিন-‘চাপ তো সবসময় অনুভব করি। ভাল না করলেই সুযোগ পাবো না। ফিট না থাকলে সুযোগ পাবো না। তবে বিশ্বকাপ তো আমার স্বপ্নের টুর্নামেন্ট।’

সেই স্বপ্ন সফল করার প্রথম ধাপ শুরু হচ্ছে তাসকিনের বুধবার (১০ এপ্রিল) থেকে।

এ সম্পর্কিত আরও খবর