টানা পাঁচ ম্যাচে একাদশে নেই সাকিব!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 20:06:10

এই ম্যাচেও একাদশে সুযোগ পেলেন না সাকিব আল হাসান। টানা পাঁচ ম্যাচে চলতি আইপিএলে দর্শক হয়েই থাকতে হচ্ছে তাকে। সানরাইজার্স হায়দরাবাদ সোমবার (৮ এপ্রিল) রাতে কিংস এলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামে। আগের ম্যাচের একাদশ নিয়েই এই ম্যাচে খেলতে নামে সানরাইজার্স হায়দরাবাদ।

চলতি আইপিএলে হায়দরাবাদের প্রথম ম্যাচে খেলেছিলেন সাকিব। সেই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। বোলিংয়ে ৪১ রানে ১ উইকেট পান। ইডেন গার্ডেন্সে ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সের কাছে হারে সানরাইজার্স হায়দরাবাদ।

সেই ম্যাচের পর সাকিব পরের পাঁচ ম্যাচে আর একাদশে খেলার সুযোগই পেলেন না। মূলত প্রতিপক্ষের শক্তি, কম্বিনেশন, উইকেট, কন্ডিশন এবং নিজ দলের সামর্থ্য-এসব কিছু বিবেচনা নিয়েই একাদশ সাজানো হয়। সানরাইজার্স হায়দরাবাদের সেই পরিকল্পনায় আপাতত একাদশে সাকিবের থাকার সুযোগ নেই।

দুই বিদেশি ওপেনার তাদের দুর্দান্ত খেলছেন। ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো দুজনেই অনবদ্য ফর্মে আছেন। এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরির পার্টনারশিপ গড়েছেন তারা। লেগস্পিনার রশিদ খান একাদশে অটোমেটিক চয়েস। অফস্পিনার কাম অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ নবীকে একাদশে রাখছে সানরাইজার্স হায়দরাবাদ। নবী ভাল পারফর্মও করছেন।

আপাতত বিদেশি কোটায় খেলা এই চারজনের কোন একজন ইনজুরিতে না পড়া পর্যন্ত একাদশে সাকিবের অন্তর্ভুক্তির সম্ভাবনা ক্ষীণ!

চলতি টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদ ৫ ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে। জিতেছে বাকি তিনটিতে। এবারের আইপিএলের শুরুটা তাদের নেহাৎ মন্দ হয়নি।

এ সম্পর্কিত আরও খবর