বৃষ্টি আইনে জিতল গাজী ও শাইনপুকুর

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 01:11:40

বৃষ্টির দিনে ক্রিকেটে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মিরপুরে বৃষ্টিতে পড়া ম্যাচে ডার্কওয়ার্থ লুইস মেথেডে ২১ রানে জয় পেয়েছে গাজী গ্রুপ অন্যদিকে ফতুল্লার ম্যাচেও বৃষ্টি আইনে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ১২ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে।

মিরপুরের ম্যাচে গাজী গ্রুপ ও শাইনপুকুরের ম্যাচের অন্যতম আর্কষণ ছিলেন মুস্তাফিজুর রহমান। চলতি লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন মুস্তাফিজ এদিন। বৃষ্টি বাধায় পড়া ম্যাচে দল হেরেছে কিন্তু বল হাতে মুস্তাফিজ দূর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। ৬.৫ ওভারে ১ মেডেনসহ ২৩ রানে শিকার করেন ৩ উইকেট।

শাইনপুকুরের ৯ উইকেটে ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নামা গাজী গ্রুপের শুরুটা হলো ভয়াবহ! স্কোরবোর্ডে ৬ রান জমা হতেই হাওয়া ২ উইকেট। শামসুর রহমানের ব্যাটে সেই সঙ্কট কাটিয়ে সামনে বাড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শামসুর ৬৫ বলে ৫৩ রানে খেলছিলেন। দলের স্কোর ছিলো তখন ২১.৫ ওভারে ৪ উইকেটে ১০৬। ঠিক তখনই চারপাশ কালো করে ঝুম বৃষ্টি নামে। সেই বৃষ্টি থামার আর কোনো লক্ষণই মিললো না। বৃষ্টি আইনে তখন ম্যাচে ২১ রানে এগিয়ে গাজী গ্রুপ। শেষ পর্যন্ত সেই হিসেবেই ম্যাচ জিতে তারা।

ফতুল্লায় ফজলে মাহমুদের সেঞ্চুরির ম্যাচেও হার দেখলো ব্রাদার্স। ফজলে মাহমুদ ১১৬ বলে ১০৩ রান করেন। ডিবি দাস ৪৫ এবং দারুণ ফর্মে থাকা ইয়াসির আলীর ব্যাট থেকে ব্রাদার্স পায় ৩ ছক্কা ও ১ বাউন্ডারিতে ৩২ বলে হার না মানা ৪৭ রান। মূলতঃ এই তিনের রানে ব্রাদার্সের যোগাড় গিয়ে পৌঁছায় ৬ উইকেটে ২৬৭ রানে।

খেলাঘর ২০ ওভারে ১ উইকেটে ৮৪ রান তোলার পর বৃষ্টি নামে। খেলা আর মাঠেই গড়ালো না। বৃষ্টি আইনে তখন এগিয়ে থাকার সুবাধে খেলাঘর ১২ রানে ম্যাচ জিতে নেয়।

সংক্ষিপ্ত স্কোর: শাইনপুকুর: ১৭৭/৯ (৪৮ ওভারে, সাদমান ৪০, দেলোয়ার ৪০*, সোহরাওয়ার্দি শুভ ৩০, সনজিত সাহা ৪/২৫) গাজী গ্রুপ: ১০৬/৪ (২১.৫ ওভারে, শামসুর ৫৩*, কামরান ১৩*, মুস্তাফিজ ৩/২৩)।

ফল: গাজী গ্রুপ বৃষ্টি আইনে ২১ রানে জয়ী। ম্যাচ সেরা: সনজিত সাহা।

ব্রাদার্স ইউনিয়ন: ২৬৭/৬ (৫০ ওভারে, মিজানুর ৪৯, ফজলে মাহমুদ ১০৩, ডিবি দাস ৪৫, ইয়াসির আলী ৪৭*, রবিউল ইসলাম ১/২৮)। খেলাঘর সমাজ কল্যাণ: ৮৪/১ (২০ ওভারে, রবিউল ৩৯*, শাহরিয়ার ২১, মাহিদুল ২১*)।

ফল: খেলাঘর বৃষ্টি আইনে ১২ রানে জয়ী। ম্যাচ সেরা: ফজলে মাহমুদ।

এ সম্পর্কিত আরও খবর