দোলেশ্বর ও জামালের জয়ে কত্তো মিল!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 20:53:28

নিজের সেরা বোলিং করলেন এই ম্যাচে সাদ নাসিম। ১০ ওভারে ৪২ রানে শিকার করলেন ৪ উইকেট। তাতেই উত্তরা স্পোর্টিং ক্লাব থেমে গেল ১৬০ রানে। ফতুল্লায় মামুলি এই স্কোর টপকে যায় প্রাইম দোলেশ্বর ৫ উইকেট হারিয়ে। তখনো ম্যাচ শেষ হতে ৭১ বল বাকি!

সাভারেও ঠিক একই সময়ে প্রায় একই কায়দায় বিকেএসপিকে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জিতে তারা ৫ উইকেটে। ম্যাচের ৮৮ বল বাকি রেখেই!

দুই ভেন্যুতেই স্পিনারদের দাপট। স্পিনাররাই ম্যাচ সেরা। জয়ের ব্যবধানও পুরোদুস্তর এক।

ফতুল্লায় উত্তরার ব্যাটিংয়ে তেমন কোন জুটিই গড়ে উঠলো না। টপঅর্ডারে ওপেনার তানজিদ করলেন ২৬ রান। ওয়ানডাউনে শাহনাজ আহমেদ ২২ রান করে উইকেটে সেট হয়ে আউট হলেন। লোয়ার মিডলঅর্ডারে মিনহাজুল আবেদিনের ৩৬ রানের কল্যানে কোন মতো উত্তরার স্কোর তিন অংকে পৌছালো।

প্রাইম দোলেশ্বরের পাকিস্তানি লেগস্পিনার সাদ নাসিম ৪২ রানে ৪ উইকেট পান। লিগে এটি তার সেরা পারফরম্যান্স। ফরহাদ হোসেন ও মার্শাল আইয়ুবের হাফসেঞ্চুরির ইনিংসে ৫ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় প্রাইম দোলেশ্বর।

১০ ম্যাচের ৭ জয়ে দোলেশ্বরের পয়েন্ট এখন ১৪। অন্যদিকে ১০ ম্যাচে ৮ হারে উত্তরার অবস্থান এখন পয়েন্ট তালিকার সবার নিচে।

নিজেদের মাঠেই বিকেএসপি কোন প্রতিদ্ব›িদ্বতাই গড়তে পারেনি। টসে হেরে ব্যাট করতে নামা বিকেএসপি গুটিয়ে যায় মাত্র ১৬১ রানে। তিন স্পিনার তাইজুল ইসলাম, নাসির হোসেন, ইলিয়াস সানি ও এনামুল হক উইকেট শিকারে মেতে উঠেন। ম্যাচের প্রথম ওভারই করেন তাইজুল ইসলাম। ৩৫ রানে ২ উইকেট পান তাইজুল। অফস্পিনার এনামুল হক তার ১০ ওভারে ১ মেডেনসহ মাত্র ২৬ রানে ২ উইকেট তুলে নেন। নাসির হোসেন ও ইলিয়াস সানি ৩টি করে উইকেট পান।

ম্যাচ জেতার রান কম দেখে ইলিয়াস সানি ওয়ানডাউনে ব্যাট করতে নামেন। ৩২ বলে ৩২ রান করে ফিরেন সানি। অনুষ্টুপ মজুমদারের ৪৩ রান ম্যাচের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। নাসির হোসেনের জন্য এবারের লিগ ব্যাট হাতে মোটেও ভাল যাচ্ছে না। ব্যর্থতার সেই ধারাবাহিকতা রেখেই নাসির ফিরলেন ২৪ বলে ২০ রান করে।

নুরুল হাসান সোহান ও তানভীর হায়দার অপরাজিত থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৫ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোর: উত্তরা: ১৬০/১০ (৪৬.৪ ওভারে, তানজিদ ২৬, মিনহাজুল ৩৬, সাদ নাসিম ৪/৪২, মাহমুদুল হাসান ২/২৪)। প্রাইম দোলেশ্বর: ১৬১/৫ (৩৮.১ ওভারে, ফরহাদ হোসেন ৫৯, মার্শাল আইয়ূব ৫৪, সাজ্জাদ হোসেন ৩/৪১)। ফল: দোলেশ্বর ৫ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: সাদ নাসিম।

বিকেএসপি: ১৬১/১০ (৪২.১ ওভারে, আকবর আলী ৪৩, আমিনুল ২৯, নাসির হোসেন ৩/২৭, ইলিয়াস সানি ৩/৩০, এনামুল হক ২/২৬, তাইজুল ২/৩৫)। শেখ জামাল ধানমন্ডি: ১৬৫/৫ (৩৫.২ ওভারে, অনুষ্টুপ মজুমদার ৪৩, নুরুল হাসান ২২*, সুমন ২/২৫)। ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: ইলিয়াস সানি।

এ সম্পর্কিত আরও খবর