বর্ষসেরা বাকী, দর্শকসেরা তামিম

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 04:19:36

আলো ঝলমলে আয়োজন! দেশীয় ক্রীড়াঙ্গনে যেন অস্কারের আমেজ। রাজধানীর পাঁচতারা হোটেলে শনিবার সেই ঝলকানিতে হাসিমুখ আব্দুল্লাহ হেল বাকীর। হবেই না কেন? তিনি যে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০১৮ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ। এই তারকা শ্যুটার পেছনে ফেললেন দেশের ক্রিকেটের মহাতারকা মুশফিকুর রহিম ও নারী জাতীয় দলের সেরা পারফরমার রুমানা আহমেদকে।

দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় এই স্বীকৃতি উঠলো কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জয়ী শ্যুটার বাকীর হাতে।

দর্শকদের ভোটে ২০১৮ সালের পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেলেন তামিম ইকবাল। এশিয়া কাপ ক্রিকেটে চোটে পড়ে এক হাতে ব্যাট করে বিস্ময় জাগিয়েছিলেন দেশেসরা এই ওপেনার। সেই দুঃসাহসিক ব্যাটিং তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। তারই পথ ধরে রুমানা আহমেদ, মুশফিকুর রহিম আর আব্দুল্লাহ হেল বাকীকে পেছনে ফেলে সেরা হয়েছেন তামিম।



শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়েছে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান।

২০১৮ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন- মুশফিকুর রহিম, রুমানা আহমেদ ও শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী। এই লড়াইয়ে বাকিই সেরা। গতবছর কমনওয়েলেথের মতো বড় আসরে রুপার পদক জেতার আরো একটা স্বীকৃতিই পেলেন তিনি।

একইসঙ্গে আব্দুল্লাহ হেল বাকী পেলেন বর্ষসেরা শ্যুটারেরও পুরস্কার। র্ষসেরা ফুটবলার হলেন তপু বর্মণ।

১২টি বিভাগে সর্বমোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে এবার। বিএসপিএ ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে।

শনিবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।

এক নজরে চলুন দেখে নেই কারা জিতলেন পুরস্কার 

বর্ষসেরা ক্রীড়াবিদ ২০১৮ (মনোনীত)
আব্দুল্লাহ হেল বাকী (শ্যুটার, জাতীয় দল)

বর্ষসেরা ক্রিকেটার ২০১৮
মুশফিকুর রহিম

বর্ষসেরা ফুটবলার ২০১৮
তপু বর্মণ

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০১৮
তামিম ইকবাল (ক্রিকেটার, জাতীয় দল)

বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় ২০১৮
শাপলা আক্তার

বর্ষসেরা শ্যুটার ২০১৮
আব্দুল্লাহ হেল বাকী

উদীয়মান ক্রীড়াবিদ ২০১৮
সিরাত জাহান স্বপ্না (ফুটবলার, জাতীয় মহিলা দল)
মেহেদী হাসান আলভী (টেনিস খেলোয়াড়, জাতীয় দল)

বর্ষসেরা কোচ ২০১৮
গোলাম রব্বানী ছোটন (কোচ, জাতীয় মহিলা দল)

তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ২০১৮
ফজলুল ইসলাম (হকি কোচ)
মনসুর আলী (সংগঠক)

বিশেষ সম্মাননা ২০১৮
নাজমুন নাহার বিউটি (সাবেক দ্রুততম মানবী)

বর্ষসেরা সংগঠক ২০১৮
নাজমুল হাসান পাপন (সভাপতি, এসিসি এবং বিসিবি)

বর্ষসেরা পৃষ্ঠপোষক ২০১৮
বসুন্ধরা গ্রুপ

এ সম্পর্কিত আরও খবর