উত্তেজনা ছড়াচ্ছে প্রিমিয়ার লিগ লড়াই

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 02:41:37

জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঘরোয়া ক্রিকেটের শীর্ষ টুর্নামেন্টের নবম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী লিমিটেড। ৯ ম্যাচের ৮টিতেই জিতে তাদের পয়েন্ট ১৬। নেট রান রেট ০.৯৯২। এরপরই আছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। নাঈম ইসলামের দলও জিতেছে ৮টি ম্যাচ। তবে রান রেটে পিছিয়ে রয়েছে দ্বিতীয়স্থানে। বর্তমানে ৮ ম্যাচে জিতে ১৬ পয়েন্ট পাওয়া ক্লাবটির নেট রান রেটের ০.৪১১। দুই দলই পেয়ে গেছে সুপার সিক্সের টিকিট।

লিগে এখন অব্দি তৃতীয়স্থানে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৯ ম্যাচের মধ্যে ৭টিতে জিতে তাদের পয়েন্ট ১৪। চতুর্থস্থানে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ৬ জয় নিয়ে ১২ পয়েন্টে তাদের রান রেট ০.০৬৮। পঞ্চম স্থানে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ৯ পয়েন্টে তাদের রান রেট ০.৩১১। সব মিলিয়ে উত্তেজনা ছড়াচ্ছে সুপার সিক্সে উঠার লড়াই।

৯ ম্যাচে ৪ জয় এরপরই আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পয়েন্ট টেবিলে এরপরই আছে যথাক্রমে গাজী গ্রুপ ক্রিকেটার্স, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বিকেএসপি, ব্রাদার্স ইউনিয়ন, উত্তরা স্পোর্টিং ক্লাব আর খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

এদিকে ডিপিএলের দশম রাউন্ড শুরু হবে রোববার। সামনের দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৭ এপ্রিল প্রথম দিনই মুখোমুখি হবে শীর্ষে থাকা দুই দল আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জ। যারা জিতবে তারা শুধু রানরেট নয়, পয়েন্টের ব্যবধানেই এগিয়ে যাবে।

লিগের ১১তম রাউন্ডের খেলা শুরু ১০ এপ্রিল। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

দেখে নিন আগামী দুই রাউন্ডের সূচি-

দশম রাউন্ড-

৭ এপ্রিল আবাহনী লিমিটেড-লিজেন্ডস অব রূপগঞ্জ
৭ এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব-বিকেএসপি
৭ এপ্রিল প্রাইম দোলেশ্বর-উত্তরা স্পোর্টিং ক্লাব

৮ এপ্রিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি-ব্রাদার্স ইউনিয়ন
৮ এপ্রিল গাজী গ্রুপ ক্রিকেটার্স- শাইনপুকুর ক্রিকেট ক্লাব
৮ এপ্রিল মোহামেডান স্পোর্টিং ক্লাব- প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

একাদশ রাউন্ড-

১০ এপ্রিল আবাহনী লিমিটেড-শেখ জামাল ধানমন্ডি ক্লাব
১০ এপ্রিল লিজেন্ডস অব রূপগঞ্জ-উত্তরা স্পোর্টিং ক্লাব
১০ এপ্রিল প্রাইম দোলেশ্বর-ব্রাদার্স ইউনিয়ন

১১ এপ্রিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি-শাইনপুকুর ক্রিকেট ক্লাব
১১ এপ্রিল গাজী গ্রুপ ক্রিকেটার্স-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
১১ এপ্রিল মোহামেডান স্পোর্টিং ক্লাব- বিকেএসপি

এ সম্পর্কিত আরও খবর