রূপগঞ্জের জয়রথ ছুটছেই

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 07:30:05

লড়াইটা জমাতেই পারেন বিকেএসপি। অনায়াস ভঙ্গিতেই ৫ উইকেটে ম্যাচ জিতে লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচে রূপগঞ্জই হট ফেভারিট ছিলো, জিতেছেও তারা সেই মর্যাদা নিয়েই।

আগের রাতের বৃষ্টিতে উইকেট ভেজা থাকায় টসে জিতে রূপগঞ্জ যথারীতি বোলিং বেছে নেয়। বৃষ্টিস্নাত উইকেটের পুরো সুবিধা কাজে লাগিয়ে রূপগঞ্জের ভারতীয় পেসার ঋষি ধাওয়ান বিকেএসপির ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন। ৫১ রানে ৫ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। চলতি লিগে আগের ছয় ম্যাচে ধাওয়ানের উইকেট ছিলো মাত্র ৫টি। আর ফতুল্লায় উইকেটের আর্দ্রতাকে কাজে লাগিয়ে এক ম্যাচেই তুলে নিলেন ৫ উইকেট!

ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল এবং ওয়ান ডাউনে শামীম হোসেন ছাড়া বিকেএসপির কোন ব্যাটসম্যানই উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। নওরোজ করেন ৩৮ রান। শামীম ধৈর্যশীল কায়দায় ১০৭ বল মোকাবেলা করে ৫২ রানের ইনিংস খেলেন।

সামান্য টার্গেট টপকাতে রূপগঞ্জের জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় ভুমিকা রাখেন মুমিনুল হক। চলতি লিগে নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি পেলেন তিনি। যেভাবে খেলছিলেন তাতে এই ম্যাচে সেঞ্চুরিটা তার প্রাপ্য ছিলো। কিন্তু নব্বইয়ের নার্ভাস চক্করে পড়ে ৯৩ রানে আউট হলেন মুমিনুল।

এবারের লিগে যেভাবে সামনে বাড়ছে লিজেন্ডস অব রূপগঞ্জ তাতে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে চ্যালেঞ্জ ছোঁড়ার পথে তাদেরই সবচেয়ে সাহসী দেখাচ্ছে। ৮ ম্যাচে ৭ জয়ে রূপগঞ্জের পয়েন্ট এখন আবাহনীর সমান ১৪।

সংক্ষিপ্ত স্কোর: বিকেএসপি: ১৮১/৯ (৫০ ওভারে, নওরোজ ৩৮, ফাহাদ ২০, শামীম ৫২, ঋষি ধাওয়ান ৫/৫১, মুক্তার আলী ২/২৯)। রূপগঞ্জ: ১৮২/৫ (৪৫ ওভারে, মেহেদি মারুফ ২৭, মুমিনুল হক ৯৩, নাঈম ইসলাম ৩১, সুমন খান ২/৩২, খাইয়ুম ২/২৮)। ফল: রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: ঋষি ধাওয়ান।

এ সম্পর্কিত আরও খবর