রোমাঞ্চকর জয় চেলসির

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 09:58:42

মনে হচ্ছিল পয়েন্ট হারাতে যাচ্ছে চেলসি। খেলার নির্ধারিত সময় শেষ। ইনজুরি সময়ের রোমাঞ্চে রক্ষা! বদলী হিসেবে খেলতে নামা রুবেন লোফটাস-চিকের গোলে হাসিমুখেই মাঠ ছাড়লো অলব্লুজরা। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি ২-১ গোলে হারিয়েছে কার্ডিফ সিটিকে।

যদিও ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল চেলসি। প্রতিপক্ষের মাঠে দুটো গোলই তারা পেয়েছে শেষ মুহূর্তে। প্রথমে সমতা ফেরান অধিনায়ক সেসার আসপিলিকুয়েতা। তারপর রুবেনের সেই গোল!

তবে ম্যাচ জুড়েই ছিল চেলসির দাপট। কিন্তু নিশানা খুঁজে নেওয়া হয়নি। এরমধ্যে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই এগিয়ে যায় কার্ডিফ সিটি। স্বাগতিক দর্শকদের আন্দে ভাসিয়ে গোল করেন ভিক্টর কামারাসা। এই ব্যবধানটাই বেশ কিছুক্ষণ ধরে রাখে দলটি। এক পর্যায়ে মনে হচ্ছিল ১-০ গোলের জয়েই বুঝি মাঠ ছাড়বে কার্ডিফ।

কিন্তু ৮৫তম মিনিটে এসে আসপিলিকুয়েতার গোলে স্বস্তি ফেরে চেলসি শিবিরে। যদিও গোলটি নিয়ে আপত্তি তুলে কার্ডিফের ফুটবলাররা। তবে অফসাইডের দাবি আমলে নেননি রেফারি। তারপর ইনজুরি সময়ে উইলিয়ানের ভাসানো ক্রসে লাফিয়ে উঠে মাথা ছুঁইয়ে দিলেন রুবেন। রোমাঞ্চকর এক জয় অলব্লুজদের!

এই জয়ে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে চেলসি। ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। এক পয়েন্ট কম নিয়ে এরপরই লিভারপুল। টটেনহ্যাম হটস্পার ৬১ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

এ সম্পর্কিত আরও খবর