পারলেন না রোমান সানা

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 14:47:48

তাকে ঘিরে স্বপ্ন দেখছিলেন সবাই। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না। পারলেন না রোমান সানা। থাইল্যান্ডে চলমান আর্চারির ২০১৯ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) সোনার পদক জিততে পারলেন না তিনি।

কাজাখস্তানের প্রতিযোগীর বিপক্ষে পারলেন না তিনি। ফাইনালে হেরে রুপার পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের এই আর্চারকে।

শনিবার ব্যাংককে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে আব্দুল্লিন ইফাতের কাছে ৬-২ সেট পয়েন্টে হার মানেন রোমান সানা।

বাংলাদেশের এই প্রতিযোগির শুরুটা ভালো ছিল না। প্রথম সেটে ২৯-২৭ পয়েন্টে হেরে যান। এরপর দ্বিতীয় সেটে দুর্দান্ত লড়েও হার মানেন ২৮-২৭ পয়েন্টে। পরের সেটা চমক দেখান রোমান সানা। তৃতীয় সেটে ২৯-২৮ ব্যবধানে জেতেন তিনি। যদিও শেষ সেটে ২৯-২৪ পয়েন্টে হেরে সোনার পদক জয়ের স্বপ্ন ভাঙেন।

এদিকে শনিবার আরেকটি পদক পেয়েছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলীয় বিভাগে ব্রোঞ্জ উঠেছে লাল-সবুজের প্রতিনিধিদের। রোমান-হাকিম আহমেদ রুবেল-ইমদাদুল হক মিলনের দল ৫-৪ সেট পয়েন্টে হারায় কাজাখস্তানকে।

এ সম্পর্কিত আরও খবর