ইউরোতে জয়ের ছন্দে স্পেন-ইতালি

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 21:11:48

ইউরো ২০২০ বাছাই পর্বে দাপটে এগিয়ে যাচ্ছে স্পেন ও ইতালি। টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে এই দুই ফেভারিট দেশ। মঙ্গলবার রাতে মাল্টার বিপক্ষে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে স্পেন। আরেক ম্যাচে রীতিমতো গোল উৎসব করেই মাঠ ছেড়েছে ইতালি। ‘জে’ গ্রুপের ম্যাচে ৬-০ গোলে জিতেছে আজ্জুরিরা।

শুরু থেকেই দাপটে খেলতে থাকা স্পেন এগিয়ে যায় ৩১তম মিনিটে। মারিও হেরমেসোর পাস ধরে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। এরপর ৭৩তম মিনিটে জেসুস নাভাসের ভাসানো ক্রসে দুর্দান্ত এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

একই রাতে ‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হয় নরওয়ে-সুইডেন। উত্তেজনা ছড়ানো সেই ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে। আবার রোমানিয়া ৪-১ গোলে হারিয়েছে ফারো আইল্যান্ডসকে।

শক্তিমত্তায় দুই দলের ব্যবধানটা চোখে পড়ারই মতো। মাঠের লড়াইয়েও সেই অবস্থা। লিখটেনস্টাইনকে অনায়াসেই হারালো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউরো বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিতে কোন বেগই পায়নি দলটি।

পার্মায় নিজেদের মাঠে আজ্জুরিরা হেসে-খেলেই তুলে নেয় আরেকটি জয়। রবের্তো মানচিনির দল বুঝিয়ে দেয় শিরোপা জিততে প্রস্তুত তারা।

খেলার ১৭তম মিনিটে এগিয়ে যায় ইতালি। গোল উৎসবের শুরুটা করেন মিডফিল্ডার স্তেফানো সেনসি। এরপর ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।

পেনাল্টি থেকে তৃতীয় গোলটি পায় ইতালি। স্পট কিককে দলকে আরো এগিয়ে দেন ফাবিও কুয়াইয়েরেল্লা। প্রতিপক্ষের মিডফিল্ডার নিকোলাসের হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি।

প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে গোললাইনে দাঁড়িয়ে ইচ্ছা করে হাত দিয়ে বল ঠেকিয়ে লাল কার্ড দেখেন লিখটেনস্টাইনের দানিয়েল কাউফমান। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করতে ভুল করলেন না কুয়াইয়েরেল্লা।

এরপর ৬৯তম মিনিটে ব্যবধানটা আরো বাড়িয়ে দেন মইস কেন। ৭৬তম মিনিটে  লেওনার্দো পাভোলেত্তি খুঁজে নেন নিশানা। অভিষেকেই গোল পেলেন এই ফুটবলার।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে নাম্বার ওয়ান ইতালি। ৪ পয়েন্ট নিয়ে এরপরই আছে গ্রিস।

এ সম্পর্কিত আরও খবর