লড়াই করেই হারল বাংলাদেশের যুবারা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-22 08:29:52

হার দিয়ে মিশন শুরু হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের। দ্বিতীয় ম্যাচে এসেও সেই একই ব্যর্থতার ফাঁদে লাল-সবুজের প্রতিনিধিরা। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে এবার ফিলিস্তিনের কাছে হার মেনেছে বাংলাদেশ।

রোববার ‘বি’ গ্রুপের ম্যাচে বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফিলিস্তিন ১-০ গোলে হারায় বাংলাদেশকে। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেই হেরেছে দল।

শ্রীলঙ্কার বিপক্ষে ৯-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে মাঠে নামা ফিলিস্তিন দলকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি বাংলাদেশের ফুটবলাররা। এরমধ্যে ২২তম মিনিটে হানি আব্দুল্লাহর গোলে পিছিয়ে পড়ে দল। এরপর সমতা ফেরানোর জন্য দুর্দান্ত লড়াই করে গেছে বাংলাদেশের যুবারা। কিন্তু নিশানা খুঁজে নিতে পারেনি সুফিল, মতিন ও রবিউলরা।

তারপরও ফিফা র‌্যাংকিংয়ে ৯২ ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে যুবা ফুটবলাররা।

বাছাই পর্বে প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের কাছেও ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচ হারায় বাছাইয়ের প্রথম পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলো। দেশে ফেরার আগে মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে লড়বে যুবারা।

এ সম্পর্কিত আরও খবর