আইসিসির ‘উপহার’ বুঝে পেলেন রুমানা

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 02:45:58

২০১৮ সালের ৩১ ডিসেম্বর বর্ষসেরা টি-টুয়েন্টি দল ঘোষণা করেছিল আইসিসি। যে দলে নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ছিলেন রুমানা আহমেদ। আইসিসি স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেলেও স্বীকৃতির স্মারক এতোদিন পাননি। রোববার সেই বিশেষ উপহারটাও হাতে পেলেন এই অলরাউন্ডার।

বল হাতে ম্যাজিক দেখিয়েই আইসিসি একাদশে জায়গা পান রুমানা। ২০১৮ সালটা মনে রাখার মতো কেটেছে এই টাইগ্রেস অলরাউন্ডারের। ২৪ টি-টুয়েন্টি ম্যাচে এ লেগ স্পিনার শিকার করেন ৩০ উইকেট। ওভারপ্রতি রান দেন মাত্র ৪.৭৮।

বছর জুড়ে সেই সাফল্যের স্বীকৃতিটাই পেয়েছেন তিনি। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ বাংলাদেশের জয়ে তার ছিল বড় অবদান। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ট্রফি উঠে টাইগ্রেসদের হাতে। আর রুমানা ৬ ম্যাচে ১০ উইকেট শিকার করেন।

এরপর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বেও ছিল রুমানার ম্যাজিক। ৫ ম্যাচে নেন ১০ উইকেট। তারপরই ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপে তুলে নেন ৪ ম্যাচে ৪ উইকেট। একইসঙ্গে গেল বছর ব্যাট হাতে ১৯ ইনিংসে করেন ২২৯ রান।

এ সম্পর্কিত আরও খবর