সাকিবকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স

ক্রিকেট, খেলা

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-31 22:34:18

দীর্ঘ সাত মৌসুম পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল থেকে বাংলাদেশের সাকিব আল হাসানকে ছেড়ে দিলো তার দল কলকাতা নাইট রাইডার্স। ২০১১ সাল থেকে আইপিএলের দল কেকেআর এর জার্সিতে মাঠ মাতাচ্ছেন সাকিব। গেলো মৌসুমেও ২ কোটি ৮০ লাখ রুপিতে তাকে ধরে রেখেছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২ বারের শিরোপা জয়ীরা। তবে ২০১৭ মৌসুমে কেকেআরের হয়ে মাত্র ১টি ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। তখন থেকেই তাকে ছেড়ে দেয়া নিয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছিলো। এদিকে মোস্তাফিজকেও ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এবারের একাদশতম আসরের নিলামে উঠতে আগ্রহী আট বাংলাদেশি ক্রিকেটারের নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে আট খেলোয়াড়ের তালিকায় রয়েছেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও আবুল হাসান রাজু। সাকিবকে কলকাতা ধরে না রাখায় বাংলাদেশের আট ক্রিকেটারকেই নিলামে উঠতে হবে। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুরে। ৪ এপ্রিল শুরু হবে এ টি২০ টুর্নামেন্ট। এখন পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাকিব, মোস্তাফিজ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আবদুর রাজ্জাক ও তামিম ইকবাল।

এ সম্পর্কিত আরও খবর