জন্মদিনে হারও দেখলেন সাকিব

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-23 17:18:53

জন্মদিনের সন্ধ্যাটা উৎসবের মেজাজে কাটলো না সাকিবের। ম্যাচ হারলে আর কিসের জন্মদিনের আনন্দ!

আইপিএলে তার দল সানরাইজার্স হায়দরাবাদ প্রথম ম্যাচেই হারলো। ব্যাটিং বীরত্ব দেখিয়ে কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিতলো ৬ উইকেটে। ম্যাচে সাকিবের পারফরমেন্স ৩.৪ ওভারে ৪২ রানে ১ উইকেট।

অথচ বোলিংয়ে ম্যাচ জয়ের হায়দরাবাদের স্বপ্নের শুরু সাকিবের প্রথম ওভারেই। ম্যাচে নিজের ষষ্ঠ বলেই সাকিব উইকেট পান। কিন্তু এই ম্যাচে তাকে ঠিক মতো দলের নতুন অধিনায়ক ভুবেনশ্বর কুমার ব্যবহার করতে পারলেন কিনা- সেই প্রশ্ন উঠবেই!

৩ ওভারে ২৮ রানে ১ উইকেট নেয়ার পর সাকিবকে ম্যাচের একেবারে শেষ ওভারে বল করতে ডাকেন ভুবেনশ্বর! ম্যাচ অবশ্য ততক্ষনে হায়দরাবাদের হাত ফস্কে গেছে। আন্দ্রে রাসেলের ব্যাটে তখন বলের সুতো খোলা ব্যাটিং! শেষ ওভারে ম্যাচ জিততে হায়দরাবাদের চাই ১৩ রান। সাকিবের করা সেই ওভারে দুই ছক্কা হাঁকিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় কলকাতা।

প্রায় অসম্ভব অবস্থা থেকে কলকাতাকে ম্যাচ জেতান আন্দ্রে রাসেল। শেষ ৩০ বলে ম্যাচ জিততে কলকাতার প্রয়োজন দাড়ায় ৬৮ রান। ওভার প্রতি রান চাই ১৩.৭১। সন্দেহ নেই কঠিন টার্গেট। কিন্তু টার্গেট যতই কঠিন হোক না কেন-আন্দ্রে রাসেল যখন ব্যাট হাতে তেতে উঠেন তখন সবকিছুই সম্ভব!

১৯ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় অপরাজিত ৪৯ রান করে আন্দ্রে রাসেল সেটাই দেখান। শেষের দিকে বোলারদের ব্যবহারে সাইরাইজার্স হায়দরাবাদের নতুন অধিনায়ক ভুবেনশ্বর কুমার খুব বুদ্ধিদীপ্ত কোন সিদ্ধান্ত নিতে পারেননি। সাকিবের শেষ ওভারটা কেন তিনি একেবারে ম্যাচের শেষের জন্য জমিয়ে রেখেছিলেন সেটা বোঝা গেল না?

টসে জিতে কলকাতা নাইট রাইডার্স বোলিং বেছে নেয়। ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন। ১২.৫ ওভারে প্রথম উইকেট জুপিতে ১১৮ রান যোগ করে বেয়ারস্টো ফিরলেন। অপরপ্রান্তে ডেভিড ওয়ার্নার ৫৩ বলে ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। বিজয় শঙ্কর ২৪ বলে অপরাজিত ৪০ রান করে দলকে বড় স্কোর এনে দেন। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং দাপটে সাকিব ব্যাটিংয়ের সুযোগই পাননি।

কিন্তু বোলিংয়ে নিজের প্রথম ওভারেই সাফল্য পান সাকিব। সেই ওভারে ক্রিস লিন তার দ্বিতীয় বলে বিশাল ছক্কা হাঁকান। তবে শোধ নিতে বেশি দেরি করেননি সাকিব। তার ওভারের শেষ বলে ক্রিস লিন ক্যাচ তুলতে বাধ্য হন।

পাওয়ার প্লে’তে আরেক ওভার করেন সাকিব। শুরুর এই দুই ওভারে তার বোলিং বিশ্লেষণ ছিলো এমন ২-০-১৩-১। ইনিংসের মাঝপথে তাকে আরেক ওভার আক্রমণে আনেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ভুবেনশ্বর কুমার। সেই ওভারে দুই ছক্কায় সাকিবের খরচ হয় ১৫ রান। আর সবার বোলিং কোটা শেষ করে ইনিংস শেষ ওভারে সাকিবের হাতে বল তুলে দেন ভুবেনশ্বর। হাতে জমা বিপুল উইকেট। শেষ ওভারে ১৩ রানের টার্গেট পার করতে বেশি কষ্ট করতে হয়নি কলকাতাকে। দুই ছক্কায় কাজ শেষ!

ইডেন গার্ডেন্সে ঘন্টা বাজিয়ে ম্যাচ শুরুর ঐতিহ্য আছে। ২৪ মার্চ সাকিবের জন্মদিন। সেটা মনে রেখেই এই ম্যাচ শুরুর ঘন্টা বাজানোর দায়িত্ব তাকে দেয় কলকাতা। হাসিমুখে ঘন্টা বাজিয়ে ম্যাচ শুরুর ঘোষণা দেন সাকিব। তবে ম্যাচে ৪২ রানে ১ উইকেট। ইকোনোমি রেট দলের হয়ে সবচেয়ে বেশি ১১.৭৫! ৬ উইকেটে দলের হার।

এমন ম্যাচের পর জন্মদিনের সন্ধ্যা ঝলমলে মনে হওয়ার কথা নয়!

এ সম্পর্কিত আরও খবর