পানামায় আটকে গেল নেইমার-বিহীন ব্রাজিল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 13:36:04

২০১৯ সালে প্রথমবারের মতো মাঠে নেমেই হোঁচট খেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পুঁচকে পানামার বিপক্ষে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। দলের সেরা তারকা নেইমারকে ছাড়া খেলতে নেমে জয় পায়নি ফেভারিটরা।

শনিবার পর্তুগালের পোর্তোয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার সঙ্গে ১-১ গোলে করেছে ব্রাজিল। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৭৬তম দলটির সঙ্গে এমন ফল নিশ্চিত করেই হতাশার।

টানা ৬ ম্যাচ জয়ের পর হোঁচট খেয়েছে সাম্বার দেশটি। সামনের জুন-জুলাইয়ে কোপা আমেরিকার লড়াই। তার আগে পথ হারিয়েছে দলটি।

যদিও ম্যাচের পুরোটা জুড়েই ছিল ব্রাজিলের দাপট। কিন্তু বারবারই সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন দলের ফুটবলাররা। ৩২তম মিনিটে এসে এগিয়ে যায় লাতিন আমেরিকান জায়ান্টরা। কাসেমিরোর ক্রসে বল পেয়ে বাঁ পায়ে অসাধারণ ভলি লুকাস পাকুয়েতার। জাতীয় দলের হয়ে এটিই প্রথম গোল এই ফরোয়ার্ডের। নেইমারের জায়গায় খেলতে নেমে সুযোগটা কাজে লাগালেন তিনি।

তবে ৩৬তম মিনিটে খেলায় সমতা ফেরায় পানামা। গোলদাতা ডিফেন্ডার আদোলফো মাচাদো। তারপর বারবারই আক্রমণে গেলেও গোলের দেখা আর পায়নি ব্রাজিল। হতাশা নিয়েই মাঠ ছাড়ে দলটি।

মঙ্গলবার ফের প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। তিতের দলের প্রতিপক্ষ চেক রিপাবলিক।

এ সম্পর্কিত আরও খবর