তৃতীয় টেস্টেই ফিরবেন সাকিব!

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 10:13:28

সাকিব আল হাসানকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে খেলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের পর টেস্টেও দেখা নেই অধিনায়কের। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও থাকছেন না এই অলরাউন্ডার। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে কি দেখা মিলবে?

এই প্রশ্নেরও সরাসরি উত্তর নেই। তবে সোমবার রাতে মিরপুরের শেরেবাংলায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ টি-টুয়েন্টির ফাইনাল দেখতে এসে আশাবাদী কথাই শুনিয়েছেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ইঙ্গিত দিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে খেলবেন সাকিব!

লিগে প্রাইম দোলেশ্বরকে হারিয়ে শিরোপা জেতা শেখ জামালের হাতে পুরস্কার তুলে দিয়ে নাজমুল হাসান মুখোমুখি হলেন গণমাধ্যমের। তখনই তিনি জানান, ‘দেখুন, সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। দ্বিতীয় টেস্টেই খেলতে চেয়েছিল ও। যদিও এ মুহূর্তে তার (ওয়েলিংটনে) দ্বিতীয় টেস্টে ফেরা সম্ভব নয়।’

বিপিএলের ফাইনালে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন সাকিব। তখনই এই অলরাউন্ডারকে তিন সপ্তাহের বিশ্রাম দেন চিকিৎসকরা। বলা হচ্ছিল ওয়ানডে সিরিজ মিস করলেও টেস্টে ঠিকই দেখা মিলবে। যদিও ইনজুরির ধাক্কা এখনো সামলে উঠা হয়নি। এই সুযোগে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ডে সপরিবারে ছুটি কাটিয়ে রোববারই ঢাকায় ফিরেছেন সাকিব। ফিরেই হাতের এক্স-রে করিয়েছেন। সেই রিপোর্টে অবশ্য তেমন সুখবর পাওয়া যায়নি।

রিপোর্ট দেখে টেস্ট অধিনায়ককে আরো এক সপ্তাহ বিশ্রাম দিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। নাজমুল হাসান জানালেন, ‘রোববার ওর এক্স-রে রিপোর্ট পাওয়া গেছে। সেখানে কিছু ত্রুটি ধরা পড়েছে। ওকে আরো এক সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে। এরপর ফিজিওর ছাড়পত্র পেলে তৃতীয় টেস্ট খেলবে সাকিব।’

এটা নিশ্চিত হয়ে গেছে ৮ মার্চ শুরু হতে যাওয়া ওয়েলিংটন টেস্টে নেই সাকিব। ক্রাইস্টচার্চে দেখা যেতে পারে তাকে। তার আগে এখন নিজেকে প্রস্তুত করতে জিমে ফিটনেস ট্রেনিংয়েই সময় কাটাবেন তিনি। এরপরই হাতে বল-ব্যাট তুলবেন এই তারকা অলরাউন্ডার।

অবশ্য সামনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কথা রয়েছে সাকিবের। হায়দারাবাদ সানরাইজার্স এবারো ধরে রেখেছে তাকে। বিশ্বকাপের আগে ভারতের এই ফ্রাঞ্চাইজি লিগে কি খেলার অনুমতি পাবেন টেস্ট অধিনায়ক? উত্তরে বিসিবি প্রধান জানালেন, ‘দেখুন এনিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সাকিবকে আগে সুস্থ হতে হবে। যদি সুস্থ হয় তাহলে তো খেলবেই।’

এ সম্পর্কিত আরও খবর